হাইলাইটস
- বর্ষার ছুটির দিনে বেশ ভালো করে খাওয়া দাওয়া সেরে
- পুরনো স্মৃতি রোমন্থন করতে বসুন।
- কিছু ছবি দিয়ে কোলাজ বানান।
- নিজেদেরই ভালো লাগবে
দুজনে একসঙ্গে মজা করে, ঘুরতে যায় আবার যেকোনও অভিযানে রাতুলের সঙ্গী হল শ্রী। এছাড়াও জন্মদিনের সারপ্রাইজ দেওয়া, বিবাহবার্ষিকীর বিশেষ সারপ্রাইজ, বাড়ির লোকেদের জন্য উপহার সব মিলিয়ে কখন যে শ্রী রাতুলের Soulmate হয়ে উঠল তা শ্রী নিজেও যেন টের পেল না। একে অন্যকে খুব ভালো বুঝত ওরা। কোনও কারণে যদি শ্রী রেগে থাকে বা কোনও বিষয় যদি রাতুলের অপছন্দ হয়ে থাকে তাহলে খুব সহজেই সেটা ধরে ফেলতে পারত। তা এমন যখন Soulmate তাঁর সঙ্গে Friendship Day উদযাপন করবেন না এরকমটা তো হতেই পারে না। আবার যখন রবিবার তখন স্পেশ্যাল কিছু প্ল্যান রাখতেই হয়। দেখে নিন কী কী করতে পারেন-
যেতে পারেন কোনও অভিযানে- যদি দুজনের অ্যাডভেঞ্চারের নেশা থাকে তাহলে বেড়িয়ে পড়ুন জঙ্গল দেখতে কিংবা ট্রেক করতে। এছাড়াও যেতে পারেন ভুতুড়ে কোনও জায়গায়। হতে পারে পুরনো রাজবাড়ি কিংবা অন্য কোনও জায়গা। একটা বা দুটো দিন নিজেদের মতো করে থাকুন। অ্যাডভেঞ্জার উপভোগ করুন। বা শহরের ওলি-গলি ঘুরে পুরনো কোনও বাড়ি খুঁজে বের করতে পারেন কিংবা পছন্দের কোনও খাবার দোকান। যা এতদিন মোটামুটি অজানা ছিল।
পুরনো ফটো দেখে স্মৃতি রোমন্থন- পুরনো ছবি দেখলেই আমাদের মনে পড়ে একদিন আমরাও কিন্তু এই রকমই ছিলাম। দু বছর আগেকার ছবি দেখে মনে হয় এতও রোগা ছিলাম। আর পুরনো ছবি দেখলেই কিন্তু অনেক গল্প মনে পড়ে। বর্ষার ছুটির দিনে বেশ ভালো করে খাওয়া দাওয়া সেরে পুরনো স্মৃতি রোমন্থন করতে বসুন। কিছু ছবি দিয়ে কোলাজ বানান। নিজেদেরই ভালো লাগবে।
একসঙ্গে কোনও শখ পূরণ করুন- দুজনেই যদি বাগান করতে ভালোবাসেন তাহলে এদিন কিছু নতুন গাছ এনে বাড়ি সাজাতে পারেন। কিংবা যেতে পারেন কোনও লং ড্রাইভে বা অ্যাডভেঞ্চার স্পোর্টসে। প্রত্যেকেরই নিজের মতো করে কিছু শখ থাকে। সেই শখ পূরণও কিন্তু করতে পারেন এমন বিশেষ দিনে।
একসঙ্গে নিজেদের মতো করে কাটান- সারা সপ্তাহ সকলেরই ব্যস্ততা থাকে। আর তাই ছুটির দিনে একটু নিজেদের মতো করে কাটাতে সকলেরই ভালো লাগে। এমন বিশেষ দিনে একসঙ্গে রান্না করুন। একই টিশার্ট অর্ডার দিয়ে পরতে পারেন। কিংবা একে অন্যকে কফি মগ উপহার দিন। স্পেশ্যাল কোনও কেক বানান। তারপর বাড়িতেই জমিয়ে হোক পার্টি।
কোথাও ঘুরে আসুন- দীর্ঘদিন ধরে সকলেই গৃহবন্দি। একটানা কাজ করতে করতে এক ঘেঁয়েমি তো আসছেই। আর তাই সম্ভব হলে দুটো দিন কোথাও গিয়ে নিজেদের মতো করে কাটিয়ে আসুন। পরিবার, বন্ধুদের ছাড়াও নিজের মতো করে কিন্তু সময় কাটানো প্রয়োজন। কোথাও ঘুরতে গেলে মন ভালো হয়। সেই সঙ্গে নিজেদের মতো করে কিছু জরুরি আলোচনাও সেরে ফেলা যায়। আর এতে সম্পর্ক আরও ভালো হয়।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-31 00:06:12
Source link
Leave a Reply