হাইলাইটস
- হাত ভর্তি ফ্রেন্ডশিপ ব্যান্ড, গ্রিটিংস কার্ড, ইনবক্সে উইশ। অগস্টের প্রথম রবিবারের ছবিটা খানিক এমনই।
- প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারই পালিত হয় ফ্রেন্ডশিপ ডে।
- মন খারাপ কিংবা ভালো, মুড সুইং কিংবা আহ্লাদ, যে কোনও আবেগ নিমেষে পরিবর্তন করার ক্ষমতা কেবলমাত্র Friends-দেরই আছে।
কথায় বলে পৃথিবীতে ভালো বই ও বন্ধু খুঁজে পাওয়া খুবই কঠিন। বন্ধুরা জীবনের এমন একটা অংশ যার সঠিক কোনও ব্যাখ্যা নেই। কিন্তু কোনও রকম বিচার বিবেচনা ছাড়াই মন খুলে কথা বলতে পারার বিশেষ মানুষই হল আপনার বন্ধু। বন্ধুত্ব উদযাপনের জন্য আন্তর্জাতিক ভাবে একটি বিশেষ দিন রয়েছে। তবে বন্ধুদের জন্য আলাদা করে কোনও দিন সত্যিই হয় না। বন্ধুরা চিরকালের, সব দিনই Friendship Day। জীবন চলার পথে প্রত্যেকের জীবনে বন্ধু নামের বিশ্বাসী ও মজবুত একটি সম্পর্কের সৃষ্টি হয়ে যায়। যে সম্পর্ক কখনও লাভ অথবা ক্ষতির ভাবনায় গড়ে ওঠে না। কিছু মুহূর্ত আমাদের সামনে হাজির হয়ে যায়, যেখানে Friends-দের গুরুত্ব অপরিসীম। যার কাছে মনের সব লুকানো কথা আস্থা ও বিশ্বাসের সঙ্গে খুলে বলা যায়।
বিশ্ব বন্ধুত্ব দিবসের প্রস্তাব করেন ডঃ আর্টেমিও ব্র্যাচো, ১৯৫৮ সালের ২০ জুলাই। বন্ধুত্ব দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয়। ২৭ এপ্রিল ২০১১ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৩০ জুলাইকে অফিসিয়াল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে ঘোষিত হয়।
কেন পালন হয় Friendship Day ? কী এর নেপথ্য কাহিনী?
জানা যায়, ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল অগাস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরদিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপর থেকে জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদানের প্রতি সম্মান জানাতে আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে অগাস্টের প্রথম রবিবারকে Friendship Day হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন Friendship Day উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয় ভারতেও। রেস্তোরাঁ থেকে শপিং মল সেজে ওঠে ভিন্ন ভাবে। দোকানে দেওয়া হয় বিশেষ ছাড়। তবে গত বছর থেকে করোনা অতিমারী জেরে এই বছরও উৎসবেও জল ঢেলেছে। তাই মূলত ভার্চুয়াল অনুষ্ঠানেই মেতে উঠবেন সকলে। তবে, অনেকের মতে বন্ধুত্ব শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক ‘Friendship Day’।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-30 16:03:36
Source link
Leave a Reply