স্টাইল আউট
সময়ের কদর যারা বোঝেন ঘড়ির মর্যাদা তাদেরকে আর নতুন করে বোঝানোর কিছু নেই। তবে এককালে ঘড়ি যেমন সময় দেখবার অনু্ষঙ্গর পাশাপাশি বিবেচিত হতো স্ট্যাটাস সিম্বল হিসেবে বর্তমানের বাস্তবতাটা আর তেমন নেই। বরং ঘড়ি এখন হয়ে উঠেছে স্টাইল আর ফ্যাশনের অন্যতম উপকরণ। আর তাই আগের মতো বড় ডায়ালের ঢাউস আকৃতির ঘড়ি এখন স্টাইল আউটেরই অংশ।
স্টাইল ইন
আধুনিক মানুষের টেকম্যানিয়া এখন ঠাঁই করে নিয়েছে ঘড়ির মতো নিত্যপ্রয়োজনীয় উপাদানেও। এ কারণে ডিজিটাল প্রযুক্তির হালকা পাতলা গড়নের ঘড়ি এখন প্রতিনিয়তই শোভা পাচ্ছে হাল ফ্যাশনের মানুষের হাতে। শুধু তাই নয় ঘড়ির উপাদান আর রঙ বিন্যাসেও লেগেছে বৈচিত্র্যের ছোঁয়া। তবে স্টাইল ইন এর প্রতীক হিসেবে অত্যাধুনিক এই ঘড়িটি কিন্তু এককাঠি বেশি সরেস। কারণ এতে সময় দেখার পাশাপাশি রয়েছে গান শোনার ব্যবস্থাও।
সূত্র: দৈনিক ইত্তেফাক, মার্চ ১৬, ২০১০
Leave a Reply