বডি লোশন
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ব্যবহার করুন বডি লোশন। গোসলের পর প্রয়োজন মতো ব্যবহার করুন বডি লোশন। ল্যাকমি, ক্লিনিক, রেভলন, জনসন প্রভৃতি ব্র্যান্ডের বডি লোশন রয়েছে বাজারে। ত্বক ভেদে বেছে নিন বডি লোশন। ত্বকের ধরণ ভেদে বডি লোশন ব্যবহার না করলে ত্বকের জন্য তা ক্ষতিকারক হতে পারে। তাই বডি লোশন ব্যবহার করার আগে তা ত্বকের জন্য কতটুকু কার্যকরী তা দেখে নিন। বাহারি বডি লোশনের দেখা মিলবে কসমেটিক্স ও টয়লেট্রিজের দোকানে।
হ্যান্ডওয়াশ
বাইরে বের হলে সাধারণত বেশি ময়লা দ্বারা আক্রান্ত হয় আমাদের হাত। তাই ঘরে ফিরে প্রথমেই হাত ধুয়ে নিন। বাজারে বিভিন্ন লিকুইড হ্যান্ডওয়াশ পাওয়া যায়। বিভিন্ন বর্ণ ও গন্ধের লিকুইড হ্যান্ডসোপ পাওয়া যায়। আপনার রুচি ও পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন এসব হ্যান্ডওয়াশ এর যে কোন একটি। এখন বাজারে লিকুইড হ্যান্ডওয়াশ রাখার জন্য বাহারি পট পাওয়া যায়। আপনার বাথরুম টয়লেট্রিজের জন্য বেছে নিতে পারেন বাহারি এসব পট। হ্যান্ডওয়াশের দেখা মিলবে আলমাস, আগোরা, মান্ত্রা মেগাশপসহ কসমেটিকস ও টয়লেট্রিজের দোকানে।
ফেসওয়াশ
তেল বা ময়লা মুখে যাই জমুক না কেন ত্বক পরিষ্কারের জন্য ফেসওয়াশের বিকল্প নেই। ফেসওয়াশ একদিক দিয়ে ময়লা পরিষ্কার করে অন্যদিকে ত্বকের ময়শ্চার ধরে রাখে। অনেক ক্ষেত্রে সাবান ব্যবহার করলে তা ত্বকের জন্য ক্ষতিকারক হয়ে থাকে। ত্বককে এই ক্ষতি থেকে দূরে রাখতে ফেস ওয়াস হতে পারে আদর্শ। ত্বকের ধরণ বুঝে হার্বাল ফেশওয়াশও বেছে নিতে পারেন। বাজারে জনসন, নিউট্রিজিনা, রেভলনসহ নানা ব্র্যান্ডের ফেসওয়াশ পাওয়া। ত্বকের ধরণ ও প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন এসব ফেসওয়াশ।
সানস্ক্রিন
রোদ কিংবা তাপদাহ থেকে ত্বককে সুরক্ষা রাখতে সানস্ক্রিন এর তুলনা নেই। মুখ, হাত ও পা’কে রোদ থেকে বাঁচিয়ে রাখতে সানস্ক্রিন ব্যবহার করুন। বাইরে বের হবার আগে সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিন কেনার পূর্বে তা আপনার ত্বকের সঙ্গে স্যুট করে কিনা তা জেনে নিন। বাজারে সিনার্জি, ল্যাকমি, গার্নিয়ার, ক্লিনিকসহ ভাল ভাল ব্র্যান্ডের সানস্ক্রিন পাওয়া যায়। এসব সানস্ক্রিনের মূল্য ব্র্যান্ড ও আকার অনুযায়ী। আলমাস, খাজানা, ওয়ান স্টপমল, জর্ডনা বাজার, মান্ত্রা মেগাশপসহ প্রভৃতি কসমেটিকসের দোকানে পাওয়া যাবে।
ডুয়েল লিপগ্লস
এ ধরনের লিপগ্লসে সাধারণত দু’কালারের লিপগ্লস থাকে। তাই একে ডুয়েল কালার লিপগ্লস বলে। একটি বাহারী রং আর অন্যটি ওয়াটার কালার সমৃদ্ধ হয়। বাজারে ব্রাউন, পিঙ্ক, মভ, মেরুন, চকলেট, কফি প্রভৃতি রং-এর ডুয়েল লিপগ্লস পাওয়া যায়। এসব লিপগ্লস লাগানোর নিয়ম হচ্ছে প্রথমে কালারফুল লিপগ্লস ঠোঁটে লাগান। এরপর ওয়াটার কালার লাগিয়ে নিন। জ্যাকলিন, জর্ডানা, রেভলন, ল্যাকমি প্রভৃতি ব্র্যান্ডের ডুয়েল লিপগ্লস রয়েছে বাজারে। ব্র্যান্ড অনুযায়ী ১৮০ থেকে ৫০০ টাকার মধ্যে দেখা মিলবে এ ডুয়েল লিপগ্লস।
সূত্র: দৈনিক ইত্তেফাক, মার্চ ১৬, ২০১০
Leave a Reply