শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করা বেশ প্রচলিত পন্থা। তবে বাজারের কন্ডিশনারের তুলনায় সহজলভ্য কিছু ফল বেশ কার্যকর।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে চুল সুন্দর ও সিল্কি রাখতে উপযোগী কিছু ফল ও এর গুণাগুণ বর্ণনা করা হয়।
কলা: শুষ্ক, উশকোখুশকো ও ক্ষতিগ্রস্ত চুলের যত্নে কলা বেশ উপকারী। একটি পাকাকলা চটকে, মধু ও দুধ মিশিয়ে ঘরেই কন্ডিশনার তৈরি করে নেওয়া যায়। ওই মিশ্রণ চুলে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেললেই চুলের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
পেঁপে: চুলে আলাদা উজ্জ্বলতা আনার পাশাপাশি চুল মজবুত করতে পেঁপে বেশ উপযোগী। একটি পাকাপেঁপের কিছু টুকরা থেঁতলে দুধ বা দই মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। ওই মিশ্রণ চুলে মেখে ৩০ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।
স্ট্রবেরি: তৈলাক্ত চুলের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য স্ট্রবেরি বেশ উপকারী। ঝলমলে চুলের জন্য আটটি স্ট্রবেরি এবং এক টেবিল-চামচ মেয়োনেইজ এক সঙ্গে ব্লেন্ড করে হালকা ভেজা চুলে লাগিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আম: শুষ্ক ও ভঙ্গুর চুলের যত্নে আম ব্যবহার করা যেতে পারে। চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে মসৃণ করতে সাহায্য করে। একটি পাকাআম চটকে সঙ্গে দুইটি ডিমের কুসুম এবং পরিমাণ মতো দই মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। মিশ্রণটি চুলের গোড়ায় মালিশ করে পুরো চুলে লাগিয়ে নিতে হবে। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-26 22:08:45
Source link
Leave a Reply