সমস্যাঃ আমার বয়স ১৯ বছর। ওজন ৪৫ কেজি। উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। আমার পুরো শরীরে প্রচণ্ড ব্যথা হয়। মাঝেমধ্যে শরীরে বেশ জ্বালাপোড়া করে। শরীর চুলকাতে থাকে। অধিকাংশ সময় কালো দানাবাঁধা কফ নির্গত হয়। সারা দিন শরীর ক্লান্ত থাকে, যেন ঘুম চোখে লেগেই আছে। উল্লেখ্য, আমার মেয়েলি কিছু সমস্যা ছিল। প্রচুর রক্তক্ষরণ ও পায়ের দুই সন্ধিতে ব্যথা হতো। বহু পরীক্ষা-নিরীক্ষার পরও কোনো কারণ নিরূপিত হয়নি। চিকিৎসকের ভাষ্যমতে, রক্তক্ষরণের কোনো কারণ নেই।
রোগী হিসেবে আমার মতামত, কোনো একটি সমস্যা চিহ্নিত করে আমাকে সুচিকিৎসা দেওয়া হোক। স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমাকে মেডিসিন বিভাগে পাঠান, আর মেডিসিন চিকিৎসক স্ত্রীরোগ বিভাগে পাঠান।
এ নিয়ে আমি মানসিক সমস্যায় আছি। কী করব বুঝে উঠতে পারছি না। আশা করি আমাকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
রত্না
ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।
পরামর্শঃ আপনার সমস্যাগুলোর জন্য আসলে মেডিসিন বিশেষজ্ঞের কাছে দেখিয়েই পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা থাকলে এ রকম ঘুম ঘুম ভাব হতে পারে।
ভালো করে দেখিয়ে ও পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে আপাতত ট্যাবলেট ফ্লুয়াংজল ০·৫ একটি করে সকালে, সঙ্গে ক্যালসিয়াম ট্যাবলেট এক মাস খেতে পারেন। এর পরও এ সমস্যাটি না গেলে মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন। বেশি দুশ্চিন্তা করবেন না।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· এ বি এম আবদুল্লাহ
মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ১৮, ২০০৯
Leave a Reply