হাইলাইটস
- CoronaVirus একটি প্রজাতির ভাইরাসে আক্রান্ত হলেই সকলের দুশ্চিন্তা বৃদ্ধি পেত।
- এবার একই সঙ্গে দুটি পৃথক প্রজাতির দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনায় সকলের চোখ কপালে উঠেছে।
- শুরু হয়েছে বিস্তর গবেষণা। সম্প্রতি দুটি পৃথক প্রজাতির Covid ভাইরাস দ্বারা অসমের এক চিকিৎসকের আক্রান্ত হওয়ার ঘটনা ইতিমধ্যে সকলের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে।
আলফা ও ডেলটা প্রজাতির CoronaVirus দ্বারা আক্রান্ত হয়েছেন অসমের ওই চিকিৎসক। এর আগে ব্রিটেন, ব্রাজিল ও পর্তুগালে এমনই ঘটনা সামনে এসেছিল।
দু’টি Covid প্রজাতির সংক্রমণ
শ্বাসযন্ত্রের ভাইরাসের কোইনফেকশান বিরল ঘটনা নয়। চিকিৎসকদের মতে, ইনফ্লুয়েঞ্জা এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস (আরএসভি) অথবা প্যারাইনফ্লুয়েঞ্জার কারণে কোইনফেকশান হয়ে থাকে। তবে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি ভিন্ন প্রজাতির CoronaVirus কোইনফেকশানকে ‘বিরল’ আখ্যা দেওয়া যেতে পারে। এমন কোইনফেকশানের ক্ষেত্রে Covid-19 ভাইরাসের মিউটেন্টগুলি বড়সড় ঝুঁকির কারণ। উল্লেখ্য করোনার ডেলটা ও আলফা প্রজাতি দুটিই অনেক বেশি সংক্রামক।
কারা সর্বাধিক ঝুঁকির মুখে?
ইমিউনোকম্প্রোমাইজড বা কোমরবিড রোগীদের ক্ষেত্রে কোইনফেকশানের ঝুঁকি অনেক বেশি। রোগের প্রতি পৃথক রোগপ্রতিরোধ প্রতিক্রিয়ার ক্ষেত্রেও কোইনফেকশানের ঝুঁকি রয়েছে। শ্বাসযন্ত্রের ভাইরাস দ্বারাও কোইনফেকশান হতে পারে, কারণ এতে বিকশিত ও পরিবর্তিত হওয়ার প্রবণতা থাকে। এর আগে জানুয়ারিতে ব্রাজিলের এক বিজ্ঞানী দাবি করেছিলেন, দু’টি কেস পেয়েছেন সেখানে। ওই রোগী পৃথক দু’টি স্ট্রেনের দ্বারা আক্রান্ত। তবে সেই সংক্রান্ত গবেষণা কোনও জার্নালে প্রকাশ করা হয়নি। এর আগে ইনফ্লুয়েঞ্জার দুটি পৃথক স্ট্রেনের সংক্রমণ ওই রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে। তবে করোনার ক্ষেত্রে দুটি পৃথক স্ট্রেনের একসঙ্গে সংক্রমণ ঘটানোর ঘটনা এখনও খুবই বিরল।
করোনা প্রতিষেধকের ফলে কী কোনও লাভ হতে পারে?
চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে প্রতিষেধক ভাইরাসের পরিবর্তন বা মিউটেশন রোধ করতে পারবে। এমনকি এটি নতুন প্রজাতির উৎপত্তিও আটকাতে পারে। আবার কোইনফেকশানের কারণে কোনও ব্যক্তির শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়া ও ক্রিটিক্যাল কেয়ারের প্রয়োজনীয়তাকে প্রতিষেধকের মাধ্যমে আটকানো যেতে পারে। তাই ভ্যাকসিনেটেড থাকাই শ্রেয় বলে বিশেষজ্ঞরা মনে করেন। তাঁদের মতে, আশঙ্কাজনক নানান প্রজাতির কারণে যে গুরুতর পরিস্থিতি ও মৃত্যু হার দেখা যাচ্ছে তা কম করার ক্ষেত্রে ভ্যাকসিনেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-26 12:14:22
Source link
Leave a Reply