হাইলাইটস
- Covid-এর নয়া রূপ ধারণ অব্যাহত। করোনার দ্বিতীয় ঢেউয়ের পিছনে ছিল মূলত Delta Variant।
- ৮০ শতাংশের বেশি নতুন সংক্রমণ হয়েছে এই Variant-এর জেরে। এর পর আসে Delta Plus Variant।
- এরই মধ্যে এবার আরও এক নয়া ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে।
তবে বিশেষজ্ঞদের মতে, Kappa কোনও নতুন স্ট্রেন নয়। গত বছর অক্টোবর মাসে ভারতে প্রথম এই Variant-এর হদিশ মিলেছিল। এর পর এই বছর এপ্রিল মাসে Variant-কে শনাক্ত করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট এটিকে B.1.617.1 নামে চিহ্নিত করেছে। ১১ মে এই Variant-কে ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ হিসেবে চিহ্নিত করা হয়।
Kappa Variant-এর উপসর্গগুলি কী কী?
Covid-এর অন্যান্য ভ্যারিয়েন্টের উপসর্গের মতো Kappa Variant-এও রয়েছে একই উপসর্গ। যেমন- জ্বর, মাথায় যন্ত্রণা, কাশি, মুখ শুকিয়ে যাওয়া, ঘ্রাণ শক্তি ও স্বাদ চলে যাওয়া। তবে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজিস্ট ডিকি বুডিম্যান বলেছেন,
Kappa Variant-এর প্রাথমিক উপসর্গ হল
গোটা শরীরে র্যাশ বেরোবে
এছাড়া জ্বর
কাশি, নাক দিয়ে জল পড়া এবং চোখ লাল হয়ে যাওয়া।
দেশে এখনও করোনার দ্বিতীয় ঢেউ শেষ হয়নি, এমনই সতর্কবার্তা দিল সরকার। করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে সকলকে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে মাস্ক পরার মতো কোভিড বিধি মেনে চলারও বার্তা দেওয়া হয়েছে।
টিকা কি কাপ্পা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর?
ফাইজার-বায়োএনটেক এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যথাক্রমে ডেল্টা ও কাপ্পা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর বলে জুন মাসে একটি গবেষণায় প্রকাশিত হয়।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-26 11:16:41
Source link
Leave a Reply