রুক্ষ প্রাণহীন চুল কার ভাল লাগে বলুন? কিন্তু প্রতিনিয়ত আমাদের চুল প্রাণহীন হয়ে পড়ছে। আর এর জন্য আমাদের কিছু অভ্যাস দায়ী। নিয়মিত চুলে ব্লো-ডাই, হেয়ার স্ট্রেটনার, রোলার ব্যবহার ও পার্ম করে আমরা আমাদের চুলের ক্ষতি করে থাকি। তবে এসব ছাড়াও সঠিক পরিচর্যার অভাবে চুলে রুক্ষভাব আসতে পারে। আবার অনেকের চুল প্রাকৃতিকভাবেই রুক্ষ থাকে। বাজার ঘুরলে নানা রকম পণ্য দেখতে পাওয়া যায় যা চুল তাৎক্ষনিকভাবে শাইনি করে তোলে। এই পণ্যগুলো দিয়ে সাময়িকভাবে চুল শাইনি করা গেলেও দীর্ঘস্থায়ী ফল পাওয়া সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত চুলকে ঝলমলে স্বাস্থ্যজ্বল করে তুলবে একটি মাত্র প্যাক। এই প্যাকটি নিয়মিত ব্যবহারে চুলের রুক্ষতা দূর করে দেবে চিরদিনের জন্য।
যা যা লাগবে:
১/২ কাপ দুধ
১টি দুধ
১ টেবিল চামচ জেলেটিন
২ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার
২ টেবিল চামচ অলিভ অয়েল
২ টেবিল চামচ কন্ডিশনার
যেভাবে তৈরি করবেন:
১। কুসুম গরম দুধে জেলেটিন ভাল করে মেশান।
২। এরসাথে একটি ডিম, অলিভ অয়েল এবং কন্ডিশনার ভাল করে মেশান।
৩। এই প্যাকটি ভেজা চুলে ভাল করে লাগান। তারপর ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন।
৪। তারপর চুল ভাল করে শ্যাম্পু করে ফেলুন।
৫। এটি সপ্তাহে একবার ব্যবহার করুন। ভাল ফল পেতে সপ্তাহে দুইবার ব্যবহার করুন। কয়েদিনের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-26 11:42:01
Source link
Leave a Reply