পুরোটাই যেন এক বইয়ের দুনিয়া! বাংলা অথবা ইংরেজি, দেশি কিংবা বিদেশি—সব ধরনের বই আছে এখানে। কোনো বয়সের পাঠকই নিরাশ হবে না এখানে এসে। বেছে নিতে পারবে নিজের খেয়াল-খুশিমতো বইটি। ঢাকার শান্তিনগরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়কে পিবিএস নামের এমনই একটি রকমারি বইয়ের দোকান চালু হয়েছে ১২ মার্চ বিকেলে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাশিল্পী রাবেয়া খাতুন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগম, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, লেখক ইমদাদুল হক মিলন, লেখক ও সাংবাদিক আনিসুল হক, অভিনয়শিল্পী আফজাল হোসেন, সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও অন্যপ্রকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল বাকী, পরিচালক কাওসার হাসান ও কামরুল হাসান। অতিথিরা বলেন, ‘পরিকল্পিত বই বিপণনের মাধ্যমে সারা দেশে এমন বইয়ের দোকান গড়ে তুলতে পারলে তৃণমূল পর্যায়ের পাঠকের হাতে বই পৌঁছে দেওয়া সম্ভব।’ নতুন চালু হওয়া এই বইয়ের দোকানটিকে বলা হচ্ছে চেইন বুকশপ। এখানে বইয়ের পাশাপাশি স্টেশনারিসামগ্রী ও শিক্ষার্থীদের জন্য উপহারসামগ্রী পাওয়া যাবে। এ ছাড়া মিলবে নানা ধরনের শিক্ষণীয় অডিও-ভিডিও অ্যালবাম। এই দোকানটিতে শিশু-কিশোরদের জন্য রয়েছে একটি আলাদা জগত্, যেখানে বইপত্র ছাড়াও খেলাধুলা করা, কার্টুন দেখার পাশাপাশি আছে পর্যাপ্ত ছোটাছুটি করার জায়গা। এখানে এলে বিশাল টেলিভিশনের পর্দায় ছবি দেখার আনন্দ পাওয়া যাবে। বইয়ের এ দোকানটিতে সবার জন্য রয়েছে দুটো ফ্লোরে বিস্তৃত জায়গায় ঘুরে দেখে বই কেনার সুযোগ। প্রয়োজনীয় বইটি খুঁজে পাওয়ার সুবিধার্থে রয়েছে একটি কম্পিউটার। যেখানে বইয়ের নাম দিলেই দোকানের কোথায় বইটির অবস্থান, তা জানা যাবে।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ১৬, ২০১০
Leave a Reply