এক গ্লাস অ্যালোভেরার জেল পান করলে তা শুধু প্রাকৃতিক ডিটক্সিফিকেশন এজেন্ট হিসেবেই কাজ করেনা, রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণেরও উন্নতি ঘটায়। এই উদ্ভিদের স্বচ্ছ মজ্জা ওজন কমাতে এবং ত্বকের তামাটে ভাব দূর করতে চমৎকার ভাবে কাজ করে। কিন্তু ত্বকের তামাটে ভাব দূর করা এবং ত্বকের চুলকানি ভালো করা ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যালোভেরার জেল। অ্যালোভেরার ব্যাকটেরিয়া নাশক গুণের জন্য ত্বকের বিভিন্ন সমস্যা যেমন- ইনফেকশন, ক্ষত ও পোড়া নিরাময়ের কার্যকরী প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে। অ্যালোভেরা জেল ত্বকের এই সমস্যাগুলো নিরাময়ে কীভাবে সাহায্য করে সে বিষয়ে জেনে নিই চলুন।
১। ক্ষত নিরাময়ের জন্য
ক্ষতস্থানের রক্ত সংবহন বৃদ্ধি করার মাধ্যমে ক্ষত নিরাময়ের প্রক্রিয়ার গতি বৃদ্ধিতে সাহায্য করে অ্যালোভেরার জেল। এছাড়াও ক্ষতের চারপাশের কোষের মৃত্যুকে প্রতিরোধ করে এবং এভাবেই ইনফেকশন হওয়ার ঝুঁকিও কমায় অ্যালোভেরার জেল।
২। ত্বকের ইনফেকশন মোকাবেলায়
অ্যালোভেরা জেলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিইনফ্লামেটরি উপাদান আছে। যা কেবল ত্বকের যন্ত্রনাই কমায় না বরং ত্বকের ইনফেকশনের সাথে সম্পর্কিত উপসর্গগুলো যেমন- ত্বকের চুলকানি ও জ্বালাপোড়ার অনুভূতি কমতেও সাহায্য করে। যেহেতু এতে প্রচুর পানি থাকে তাই এটি ত্বকে শীতলতার অনুভূতি দিতে পারে এবং ত্বককে ময়েশ্চারাইজ হতেও সাহায্য করে। এর ফলে ত্বকের ইনফেকশনের উপসর্গগুলো কমতে এবং দ্রুত আরোগ্য লাভ করতে সাহায্য করে অ্যালোভেরা জেল।
৩। আঘাত বা পোড়া ভালো করতে
যখন ত্বকের পুড়ে যাওয়া বা আঘাত প্রাপ্ত স্থানে অ্যালোভেরা জেল লাগানো হয় তখন অ্যালোভেরা জেল ত্বককে শীতল হতে সাহায্য করে, আঘাত বা পোড়া স্থানগুলোর রক্ত নালীতে রক্ত প্রবাহ বৃদ্ধি করার মাধ্যমে। অ্যালোভেরা জেল উচ্চ মাত্রার আর্দ্রতা সম্পন্ন বলে আক্রান্ত স্থানে শীতলতার অনুভূতি ছড়িয়ে দেয় এবং এছাড়াও ক্ষতিগ্রস্থ ত্বকের ও মেরামত করে।
এছাড়াও বাহ্যিকভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করলে প্রদাহ বা অসাড়তারও নিরাময় করা যায়। রেডিয়েশন ট্রিটমেন্টের ফলে ত্বকের যে ক্ষতি হয় তা ধীর গতির করতে সাহায্য করে অ্যালোভেরা জেল।
অ্যালভেরা ব্যবহারের উপায়
অ্যালোভেরার পাতা কেটে নিয়ে এর ভেতরের জেল বের করে একটি পাত্রে রাখুন। আক্রান্ত স্থানে এই জেল লাগান এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর স্থানটি পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং শুকিয়ে নিন। ভালো ফলাফল পাওয়ার জন্য ২/৩ দিন যাবৎ এই প্রক্রিয়ায় অ্যালোভেরা জেল লাগান দিনে ২/৩ বার।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-24 22:32:21
Source link
Leave a Reply