ফল স্বাস্থ্যের জন্য যেমন উপকারি তেমনি ত্বকের যত্নেও অনেক কার্যকরী। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে, ব্রণ কালো দাগ দূর করতে ফলের ফেসপ্যাক অনেক উপকারি। ফলে AHA (alpha hydroxy acids) আছে যা ত্বকের জন্য অনেক ভাল। অনেকেই ত্বকে ফলের ফেসপ্যাক ব্যবহার করে থাকেন। তবে শুষ্ক ত্বকের অধিকারীরা সব ধরণের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন না। কিছু কিছু প্যাক ত্বক শুষ্ক এবং ড্রাই করে তোলে। শুষ্ক ত্বকের উপযোগী ফলের কিছু ফেসপ্যাক নিয়ে আজকের এই ফিচার।
১। কলার ফেসপ্যাক
একটি কলা ম্যাশ করে পেস্ট করুন এর সাথে দুই টেবিল চামচ মধু মেশান। এবার এই প্যাকটি ত্বকে ভাল করে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কলায় প্রচুর পরিমাণ পটাশিয়াম এবং মিনারেল আছে যা ত্বকের রুক্ষতা দূর করে ত্বক নরম কোমল করে।
২। পেঁপের ফেসপ্যাক
পেঁপেতে রয়েছে ভিটামিন এ এবং সি যা বলিরেখা, ত্বকের রুক্ষতা দূর করে। পেঁপের প্যাকের সাথে মধু এবং কাঁচা দুধ মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এটি মুখ এবং ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৩। আভাকাডো প্যাক
অর্ধেকটা আভাকাডো ম্যাশ করে নিন। এর সাথে দুধ বা দুধের সর মেশান। এবার এই প্যাকটি মুখ এবং ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের ভিতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করবে।
৪। টমেটোর প্যাক
একটি টমেটো, এক টেবিল চামচ ওটমিল এবং এক চা চামচ টকদই দিয়ে তৈরি করে নিতে পারেন দারুন একটি টমেটোর ফেসপ্যাক। প্রথমে টমেটো ভাল করে পেস্ট করুন। এরসাথে টকদই এবং ওটমিল মেশান। তারপর তা মুখ এবং ঘাড়ে ম্যাসাজ করুন ১০ মিনিট। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫। শসা এবং দুধের প্যাক
অর্ধেকটা শসা খোসা ছাড়িয়ে কুচি করে নিন। এরসাথে ১/৪ কাপ দুধ, এক টেবিল চামচ মধু, এবং এক টেবিল চামচ ব্রাউন সুগার মিশিয়ে নিন। এবার এই প্যাকটি চক্রাকারে ম্যাসাজ করে লাগান। ২০ মিনিট পর শুকিয়ে ফেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-24 22:10:53
Source link
Leave a Reply