লেবুর রসে রয়েছে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড। এই দুটি উপাদান ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। আপনার দৈনন্দিন রূপচর্চায় তাই লেবু রাখতে পারেন নির্দ্বিধায়। ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি ত্বকের কালচে দাগ, রোদে পোড়া দাগ ও ডার্ক সার্কেল দূর করবে এটি। এছাড়া খুশকি দূর করে চুলে ঝলমলে ভাব ফিরিয়ে আনতেও জুড়ি নেই লেবুর।
জেনে নিন রূপচর্চায় লেবুর রসের ব্যবহার-
লেবুর রস সরাসরি ম্যাসাজ করুন মাথার তালুতে। ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রসে থাকা অ্যাসিড দূর করবে খুশকি ও চুলকানি। লেবুর রস প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ত্বক পরিষ্কার রাখে। ত্বকের জৌলুস বাড়ায় লেবুর রস। লেবুর রসের সঙ্গে দই মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
মাথার ত্বকের তৈলাক্ত ভাব দূর করে লেবু। একটি ডিম ফেটিয়ে লেবুর রস মিশিয়ে মাথায় লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ত্বকের রোদে পোড়া লালচে দাগ দূর করে লেবু।
চিনি ও লেবুর রস মিশিয়ে ঠোঁটে ঘষুন। এটি ঠোঁটের গোলাপি ভাব ফিরিয়ে আনবে।
লেবুর রস প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। চুল ঝলমলে করতে শ্যাম্পু করার পর এক লিটার পানিতে একটি লেবুর রস মিশিয়ে ধুয়ে ফেলুন চুল।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-24 13:06:51
Source link
Leave a Reply