চুলের যত্নে শ্যাম্পুর ব্যাবহার অপরিহার্য। শ্যাম্পুও একধরনের সাবান। তাই শ্যাম্পু করার পরও চুলের সঠিক যত্ন নিশ্চিত হয় না অনেক সময়। আর সেজন্য আমরা শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যাবহার করে থাকি। তবে সব চুলে সব ধরনের কন্ডিশনার মানায় না। একেক ধরনের চুলের জন্য একেক রকম কন্ডিশনার। তাই চুলে কন্ডিশনার ব্যাবহারের আগে চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার বেছে নিতে হবে। চলুন জেনে নিই কোন চুলের জন্য কেমন কন্ডিশনার-
তৈলাক্ত চুলে এমন কন্ডিশনার ভালো, যাতে ফ্যাটি এসিড কম থাকে। রুক্ষ চুলে ময়েশ্চার ও প্রোটিনসমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করুন। ভিটামিন-ই অ্যালোভেরাসমৃদ্ধ কন্ডিশনারও শুষ্ক চুলের জন্য ভালো।
কোঁকড়ানো চুলের স্ক্যাল্পের অয়েল চুলের শেষ প্রান্তে এসে পৌঁছায় না। এ ধরনের চুলের জন্য ডিপ কন্ডিশনার, যা চুলের ময়েশ্চার বজায় রাখে। জোজোবা অয়েল, অ্যাভোকাডোসমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করুন।
কালার চুলের জন্য যেসব কন্ডিশনার বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করুন। হারবাল কন্ডিশনার এ ধরনের চুলের জন্য ভালো। বেশ কয়েক দিন চুল পরিষ্কার করার পর যদি জট না পড়ে বা ভেঙে না যায়, তাহলে আপনার স্বাভাবিক চুল। এ ধরনের চুলের জন্য লিভ অন কন্ডিশনার আদর্শ।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-24 12:43:50
Source link
Leave a Reply