হাইলাইটস
- বিরিয়ানির পর আরও একটি তাক লাগানো কাণ্ড ঘটাল দুবাইয়ের Scoopi Cafe।
- ২৩ ক্যারেট সোনা দিয়ে এই Scoopi Cafe বানিয়ে ফেলল একটা আইসক্রিম।
- যেটি কিনা বিশ্বের অন্যতম দামি মিষ্টির মধ্যে একটি।
নেটদুনিয়ায় এই Ice Cream ভিডিয়োটি বেশ জনপ্রিয় হয়েছে। ভিডিয়োটি তৈরি করে ইউটিউবে শেয়ার করেছেন শেহনাজ ট্রেজারি। পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়ান তিনি। তিনি জানিয়েছেন, এই আইসক্রিমের মূল্য ভারতীয় মুদ্রায় ৬০ হাজার টাকা। রূপোর চামচে করে খেতে দেওয়া হয় এই আইসক্রিম। ভিডিয়োতে তিনি জানান, পৃথিবীর সবচেয়ে দামি খাবারের মধ্যে এটি একটি।
কী রয়েছে এই Ice Cream?
এতে রয়েছে মাদাগাস্কারের বিখ্যাত ভ্যানিলা যার নাম Madagascar vanilla। রয়েছে Italian Black Truffles। Black Diamond-কে সাজাতে ব্যবহার করা হয় Iranian saffron এবং সব শেষে উপরে ছড়িয়ে দেওয়া হয় ২৩ ক্যারেট সোনার ফ্লেক্স।
যদিও সোনার কোনও পুষ্টিগুণ আছে কি? সোনার গুঁড়ো মেশান আইসক্রিমটি মুখে তুলে এমই প্রশ্ন করেন। তাঁর এই ভিডিয়ো শেয়ার করেছেন অনেকেই। ভিউজও হয়েছে অনেকে। অনেকেই স্বর্ণচূর্ণের নানা গুণের কথা জানিয়েছে। তবে, কেবল সোনার আইসক্রিম নয় Scoopi Cafe-তে পাওয়া যায় Gold Cappuccino এবং সোনার বার্গার। সবেতেই ব্যবহার হয় ২৩ ক্যারেট সোনা।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-23 12:46:33
Source link
Leave a Reply