লোমহীন, কোমল ত্বক সব তরুণীদের কাম্য। আর এই নরম কোমল ত্বক পাওয়ার জন্য অনেকেই হাত-পা শেভিং করে থাকেন। শেভিং ত্বককে শুষ্ক, রুক্ষ করে তোলে। এছাড়া অতিরিক্ত শেভিং করার ফলে ত্বককে র্যাশসহ নানান সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে তরুণীরা ওয়াক্স করাতে বেশি পছন্দ করেন। কিন্তু সবসময় পার্লারে গিয়ে ওয়াক্স করা সম্ভব হয় না। এটি সময় সাপেক্ষ আবার কিছুটা ব্যয়বহুল। পার্লারের মত ওয়াক্স আপনি নিজে ঘরে বসে করতে পারেন। ভাবছেন কীভাবে? খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন ওয়াক্স। নিরাপদ পারফেক্ট ওয়াক্স তৈরির উপায়টি জেনে নিন তাহলে।
যা যা লাগবে:
২ কাপ চিনি
১/৪ কাপ লেবুর রস
১/৪ কাপ পানি
এক বা দুই ফোঁটা এসেনশিয়াল অয়েল অথবা ট্রি টি অয়েল (ইচ্ছা)
যেভাবে তৈরি করবেন:
১। চুলায় সস প্যান দিন, এতে চিনি দিয়ে নাড়তে থাকুন। যতক্ষণ না চিনি গলে যায় ততক্ষণ চুলায় জ্বাল দিয়ে নাড়তে থাকুন।
২। এবার এতে মধু, লেবুর রস এবং এসেনশিয়াল অয়েল দিয়ে দিন। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
৩। যদি মনে হয় মিশ্রণটি খুব বেশি ঘন হয়ে গেছে তবে এতে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন।
৪। এরপর এটি চুলা থেকে নামিয়ে ঘর তাপমাত্রায় ঠান্ডা করার জন্য এক ঘণ্টা রাখুন।
যেভাবে ব্যবহার করবেন:
১। ওয়াক্স ব্যবহার করার সময় কিছু পরিমাণ ওয়াক্স নিয়ে মাইক্রোওয়েভে ৩০ সেকেন্ডে গরম করে নিন।
২। একটি কাঠের কাঠিতে ওয়াক্স লাগিয়ে সেটি হাত-পায়ে লোমের স্থানগুলোতে ভাল করে লাগান।
৩। এবার একটি পাতলা কাপড় দিয়ে ওয়াক্স লাগানো স্থানটি সম্পূর্ণভাবে ঢেকে দিন।
৪। এরপর কাপড়টি উল্টো দিকে আস্তে আস্তে টান দিন। দেখবেন ছোট ছোট লোম কাপড়ে উঠে আসছে।
৫। এটি কয়েকবার করুন।
৬। এবার দেখুন পার্লারের মত পারফেক্ট ওয়াক্স করা হয়ে গেছে।
সর্তকতা:
ওয়াক্স খুব বেশি পাতলা অথবা ঘন করবেন না। এটি বেশি গরম হলে ত্বক পুড়ে যেতে পারে। আবার ঘন হলেও ত্বকে লাগানো কঠিন হয়, যা কারণে ত্বককে র্যাশ, জ্বালাপোড়া সমস্যা দেখা দিতে পারে।
ওয়াক্স তৈরি করে এয়ার টাইট কনটেইনারে রেখে সংরক্ষণ করতে পারেন।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-23 12:15:21
Source link
Leave a Reply