হাইলাইটস
- Covid 19 বা Corona এখন আর কারও কাছে অজানা রোগ নয়। রোগ প্রতিরোধের টীকার হদিশ মিলেছে।
- তা বলে গবেষকরা কিন্তু থেমে নেই। তাঁদের গবেষণা চলছে।
- সেই গবেষণাপত্রগুলি প্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক জার্নালে। এমনই একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিখ্যাত নেচার পত্রিকায়।
আগে চিকেন পক্স বা হাম হলে সাধারণ পরিবারের বিশ্বাস ছিল যে একবার সেই রোগ হলে অদূর ভবিষ্যতে শরীরে বাসা বাঁধবে না। অবশ্য বিশ্বাস বললে ভুল হবে। চিকিৎসকরাই এই আশ্বাস দিতেন। মোটামুটিভাবে পাঁচ বছর শরীরে পক্স বা হাম হবে না বলে নিশ্চিন্ত থাকতেন সকলে। গুরুজনরা বলতেন রোগ সারানোর ওষুধ পথ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে। সেই Antibody শরীরে তৈরি হয়ে গেলে রোগ ধারে কাছে ঘেঁষবে না। বলাবাহুল্য গুরুজনদের সেই দাবিতে কোনও ভুল ছিল না। তাঁরা নিজেদের অভিজ্ঞতা থেকে এসব বলতেন। কিন্তু গবেষকরা তো আর সাধারণ আন্দাজের ভিত্তিতে কোনও মতামত বা দাবি করবেন না। তাঁরা পরীক্ষা নিরীক্ষা করেই রোগ প্রতিরোধ সংক্রান্ত মন্তব্য করে থাকেন। এই যেমন Covid 19 নিয়ে বিশ্বজুড়ে চলছে গবেষণা।
Covid-মুক্ত হওয়ার পর রোগীর শারীরিক পরিবর্তন নিয়ে গবেষণা চালান একদল জার্মান গবেষক। তাঁদের দাবি, ভাইরাসমুক্ত হওয়ার পর আক্রান্তদের অস্থি মজ্জা বা বোন ম্যারো এবং লোসিকা বা লিম্পে অবস্থিত Memory B Cell-এর প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এবং সেই ক্ষমতা বজায় থাকে প্রায় এক বছর পর্যন্ত। আর এতেই আশার আলো দেখছেন গবেষকরা। তাঁদের দাবি, শরীরে কোনও কারণে অ্যান্টিবডি করে গেলেও অস্থি মজ্জা এবং লোসিকায় অবস্থিত Memory B Cell রোগ প্রতিরোধ ঠেকিয়ে রাখতে সক্ষম।
শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত দীর্ঘকালীন হয়। তা সত্ত্বেও ভ্যাক্সিন নেওয়া থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এবং Corona মতো সংক্রমণ প্রতিরোধ সহজেই হয়। যদিও এটি নিয়েও বিজ্ঞানীদের নিয়ে মতবিরোধ রযেছে। তবে Memory B Cell-এর কারণে ভবিষ্যতে আরও উল্লেখযোগ্য এবং আশাজনক ফলাফল মিলবে বলে আশা বিজ্ঞানীদের।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-23 09:29:47
Source link
Leave a Reply