মেকআপের অন্যতম একটি অনুষঙ্গ হল ফেস পাউডার। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক এবং হালকা ফেস পাউডার দিয়ে অনেকেই সাজ শেষ করেন। বাজারের ফেস পাউডার ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে। আপনি যত দামী ব্র্যান্ডের ফেস পাউডার ব্যবহার করেন না কেন, বাজারের কোন ফেস পাউডারই রাসায়নিক উপাদানমুক্ত নয়। প্রতিদিন ফেস পাউডার ব্যবহারে এর কেমিক্যালগুলো আপনার ত্বকে ধীরে ধীরে ক্ষতি করে। এই ক্ষতির হাত থেকে মুক্তি পেতে চান? নিজেই তৈরি করে নিন নিজের ত্বকের ধরণ অনুযায়ী ফেস পাউডার।
হালকা শেডের ফেস পাউডার তৈরির উপায়:
যা যা লাগবে:
২ চা চামচ অ্যারারুট পাউডার অথবা কর্ণস্টার্চ পাউডার
১/৪ চা চামচ কোকো পাউডার (কফি পাউডার ব্যবহার করতে পারেন)
১/৬ চা চামচ দারুচিনির গুঁড়ো
কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল
মাঝারি শেডের ফেস পাউডার তৈরির উপায়
যা যা লাগবে:
৩ চা চামচ অ্যারারুট পাউডার অথবা কর্ণস্টার্চ পাউডার
১.৫ চা চামচ কোকো পাউডার
১/৪ চা চামচ দারুচিনি গুঁড়ো
কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল
গাঢ় শেডের ফেস পাউডার তৈরির জন্য
যা যা লাগবে:
২ চা চামচ অ্যারারুট পাউডার অথবা কর্ণস্টার্চ পাউডার
২.৫ চা চামচ কোকো পাউডার
১/৪ চা চামচ দারুচিনির গুঁড়ো
কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল
যেভাবে তৈরি করবেন:
১। প্রথমে অ্যারারুট পাউডারের সাথে দারুচিনির গুঁড়ো মেশান। আপনার পছন্দ শেডের জন্য পরিমাণমত কোকো পাউডার এবং দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন।
২। এরসাথে এসেনশিয়াল অয়েল মেশান। খুব বেশি পরিমাণ এসেনশিয়াল অয়েল মেশাবেন না।
৩। ফেস পাউডার দীর্ঘ সময় ত্বকে ধরে রাখার জন্য এরসাথে এক দুই ফোঁটা ভিটামিন ই অয়েল মেশাতে পারেন।
৪। ঘন তুলির ব্রাশ দিয়ে ফেসপাউডার ত্বকে ব্যবহার করুন।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-23 09:23:12
Source link
Leave a Reply