সহকর্মীর স্মরণে
ফ্যাশন হাউস চিলেকোঠার কর্ণধারদের অন্যতম শেখর মারা গেছেন গত বছরের নভেম্বর মাসে। তাঁর স্মরণে সানরাইজ প্লাজার চিলেকোঠা ফ্যাশন হাউসের নতুন নামকরণ হচ্ছে ‘চিলেকোঠা শেখর’। শেখরের জন্মদিন ২৬ মার্চ। তাই চলতি মার্চ মাসব্যাপী এখানে সব পোশাকে ১০ শতাংশ মূল্য ছাড় দেওয়া হচ্ছে।
বাজারে নতুন সুগন্ধি
বাংলাদেশের বাজারে এসেছে বিশ্বখ্যাত ডলসি অ্যান্ড গ্যাবানা (ডি অ্যান্ড জি) ব্র্যান্ডের সুগন্ধি। এটি বাজারজাত করছে বাংলা পারফিউম ডিস্ট্রিবিউশন লিমিটেড। ৩ মার্চ ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এ সময় বাংলা পারফিউম ডিস্ট্রিবিউশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার নজরুল ইসলাম জানান, পাঁচটি ভিন্ন বৈচিত্র্যের এ সুগন্ধিগুলো হলো সিডিউসার, স্টার, চার্মার, রিস্কটেকার এবং হিপনোটিস্ট। প্রতি ১০০ মিলিলিটার সুগন্ধির মূল্য পড়বে ৪৭৩০ টাকা। ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটিতে এবং গুলশানের নাভানা টাওয়ারে বাংলা পারফিউম ডিস্ট্রিবিউশনে সুগন্ধিগুলো পাওয়া যাবে।।
কেনাকাটায় ছাড়
স্বাধীনতার মাসে ফ্যাশন হাউস ‘কে ক্র্যাফট’ দিচ্ছে পণ্যের ওপর ২০ শতাংশ মূল্য ছাড়। এ ছাড় পাওয়া যাবে কে ক্র্যাফটের দেশী দশ শাখা বাদে অন্য সব শাখায় ১৫ মার্চ পর্যন্ত।
পোশাকে ছাড়
স্বাধীনতা দিবস উপলক্ষে মার্চ মাসব্যাপী চলবে বাংলার মেলার পোশাকে ১০ শতাংশ মূল্য ছাড়। এ উপলক্ষে এখানে পাওয়া যাবে স্বাধীনতার নানা পঙিক্ত, কবিতার ব্যবহারে তৈরি পোশাক।
মৌসুমী ও ওমর সানীর ফ্যাশন হাউসের নতুন শাখা
ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটির লেভেল ২-এ চালু হলো তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানীর ফ্যাশন হাউস ‘দ্য লিভাইস’-এর নতুন শাখা। নতুন এ শাখাটি সাজানো হয়েছে মেয়েদের পোশাক দিয়ে। আগের শাখাটিতে পাওয়া যাবে ছেলেদের পোশাক। দুটো শাখাই পাশাপাশি অবস্থিত। ৫ মার্চ নতুন শাখার উদ্বোধন করা হয়। এদিন মৌসুমী ও ওমর সানীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন তারকা উপস্থিত ছিলেন। ওমর সানী বলেন, ‘এখানে মেয়েদের পোশাক রাখা হয়েছে মৌসুমীর পছন্দ অনুসারে। আশা করি, সবার ভালো লাগবে।’
নতুন চালু হওয়া এ ফ্যাশন হাউসটিতে মেয়েদের জিনস, টপস, স্কার্ট, গয়না ছাড়াও নানা ধরনের ফ্যাশন অনুসঙ্গ পাওয়া যাবে।
চট্টগ্রামে ফ্যাশন হাউসের শাখা
ফ্যাশন হাউস এম ক্র্যাফটের নতুন শাখা খোলা হলো চট্টগ্রামের জিইসি মোড়, সিডিএ এভিনিউয়ে। এখানে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া ও শিশুদের পোশাক।
মুখোশ তৈরির কর্মশালা
২০ মার্চ থেকে ‘প্রাকৃতজন প্রজন্ম’ আয়োজন করতে যাচ্ছে মুখোশ ও সংক্রান্তি উত্সবের। উত্সবের শুরুতে থাকছে ১০ দিনব্যাপী মুখোশ নির্মাণ কর্মশালা। এতে কাগজ, মাটি, মণ্ড, কাঠ ও অন্যান্য নানা জিনিস দিয়ে মুখোশ নির্মাণের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে প্রধান প্রশিক্ষণ সমন্বয়ক থাকবেন শিল্পী তরুণ ঘোষ। এ ছাড়া থাকবেন চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মশালা অনুষ্ঠিত হবে ঢাকার লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। নিবন্ধন ফরমের জন্য যোগাযোগ: ‘তারা মার্কা’ আজিজ সুপার মার্কেট, ঢাকা।
ফোন: ০১৭১৬৪৮৪৭৭৪।
আলোকচিত্র প্রশিক্ষণ
ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট ১২ মার্চ থেকে দুই মাসব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। ক্লাস হবে শুক্র ও শনিবার।
ফোন: ০১৮১৯২৮৫৫৮৪।
অন্দর সাজের প্রশিক্ষণ
ঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন আয়োজন করেছে ইন্টেরিয়র ডিজাইনের স্বল্পমেয়াদি কোর্স। এ ছাড়া এখানে ফ্যাশন ডিজাইন, গ্রাফিকস ডিজাইন, ফাইন আর্টসের কোর্স করানো হয়। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।
সুন্দরবন ও কুয়াকাটা ভ্রমণ
পর্যটন শো বাংলা লিংক বাংলার পথে এবং মালঞ্চ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সহযোগিতায় আয়োজন করা হয়েছে সুন্দরবন ও কুয়াকাটায় ভ্রমণ। ১৬ মার্চ রাতে ঢাকা থেকে যাত্রা শুরু হবে। নিবন্ধনের জন্য আজই যোগাযোগ করতে হবে। ফোন: ০১৮২২৮৪৪৩৪৩।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৯, ২০১০
Leave a Reply