হঠাৎ যদি দেখেন ত্বকে কোন ব্রণ অথবা কালো দাগ তখন আপনি কি করেন? চিন্তায় রাতের ঘুম হারাম করে ফেলছেন। অনেকে ব্রণ দূর করার জন্য বাজারের রাসায়নিক পণ্য ব্যবহার করেন। বাজারের রাসায়নিক পণ্য ব্যবহারে ব্রণ বা দাগ দূর হয় না বরং তা আরও ত্বকে স্থায়ী হয়ে যায়। অথচ একটি মাত্র উপাদান দিয়ে ত্বকের ব্রণ, কালো দাগ দূর করে দিবে। জানতে চান সেই জাদুকরী উপাদান কোনগুলো? আসুন তাহলে জেনে নেওয়া যাক।
যা যা প্রয়োজন:
১। ৩ টেবিল চামচ কমলার রস
২। ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল
যেভাবে তৈরি করবেন:
১। কমলার রস এবং অ্যালোভেরার জেল ভাল করে মিশিয়ে নিন।
২। এবার এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন।
৩। এটি ত্বকে ২০ মিনিট রাখুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
কার্যকারিতা:
১। এই প্যাকটি ত্বকের রুক্ষতা দূর করে ত্বক নরম কোমল রাখে। শুধু তাই নয় ত্বককে পানিশূন্যতার হাত থেকে রক্ষা করে এই প্যাক।
২। বলিরেখা দূর করে অ্যালোভেরা। এমনকি ত্বকে বলিরেখা পড়া রোধ করে থাকে এই অ্যালোভেরা জেল।
৩। কমলার রসের ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এর ব্লিচিং উপাদান তাৎক্ষনিক উজ্জ্বলতা বৃদ্ধি করে।
৪। কমলা এবং অ্যালোভেরা জেলের প্যাক ত্বক থেকে ময়লা, ধুলাবালি দূর করে দেয়। এই প্যাক ত্বক হতে ব্ল্যাক হেডেস দূর করতে সাহায্য করে।
৫। ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করতে কমলার রসের তুলনা নাই। এমনকি এটি ত্বকের রোদে পোড়া ভাব দূর করে দেয়।
অ্যালোভেরা কমলার প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন। এটি ব্যবহারের পূর্বে ত্বক ভাল করে পরিষ্কার করে নিন। সব ধরণের ত্বকের জন্য এই প্যাক উপযোগী। তবে সংবেদনশীল ত্বকে ব্যবহারের পূর্বে হাতে ব্যবহার করে নিবেন।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-22 20:19:53
Source link
Leave a Reply