হাতের কনুই এবং পায়ের হাঁটুতে কালো দাগের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। এই কালো দাগের জন্য পড়তে হয় নানা বিব্রতকর সমস্যায়। বিভিন্ন কারণে হাতের কনুই এবং পায়ের হাঁটুতে কালো দাগ পড়তে পারে। অন্যতম কিছু কারণ হল-
১। শুষ্ক ত্বক
২। সূর্যের আলো
৩। জিনগত
৪। ভিটামিনের অভাব
৫। অতিরিক্ত ওজন
৬। ঘন ঘন হাঁটু ঘষা অথবা নিয়মিত টাইট পোশাক পরা ইত্যাদি।
হাতের কনুই এবং হাঁটুর কালো দাগ দূর করার জন্য বাজারে নানা ক্রিম কিনতে পাওয়া যায়। এই ক্রিমগুলো দাগ দূর করতে সবসময় কার্যকর নয়। অনেক সময় এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দাগ আরও গাঢ় হয়ে যায়। তাই বাজারের ক্রিম ব্যবহার না করে ঘরোয়া উপাদান দিয়ে দূর করুন বিরক্তিকর এই কালো দাগ।
যা যা লাগবে:
১। ১ টেবিল চামচ চিনি
২। ২ চা চামচ বেকিং সোডা
৩। ১ টেবিল চামচ অ্যালোভেরা জুস
যেভাবে তৈরি করবেন:
১। একটি পাত্রে চিনি, বেকিং সোডা এবং অ্যালোভেরা জুস একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
২। এবার এই পেস্টটি হাতের কনুই এবং হাঁটুতে কয়েক ম্যাসাজ করে লাগান।
৩। এভাবে ১৫ মিনিট রেখে দিন।
৪। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কার্যকরিতা:
চিনি এক্সফলিয়েট হিসেবে কাজ করে। এটি ত্বকের মৃত চামড়া দূর করে নতুন চামড়া তৈরিতে সাহায্য করে। বেকিং সোডা এবং লেবুর রস প্রকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে। যা ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।
নিয়মিত ব্যবহারে দ্রুত কনুই এবং হাঁটুর কালো দাগ দূর হয়ে যাবে।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-19 21:56:33
Source link
Leave a Reply