কেস স্টাডি
শিশুর বয়স ১৫ মাস। সুস্থ শিশু, দুদিন নাক দিয়ে সামান্য পানি পড়ল তারপর হঠাৎ করে বমি, জ্বর আর পানির মতো পাতলা পায়খানা। মা-বাবা শিশুকে নিয়ে ছুটে এসেছেন চিকিৎসকের কাছে। দুই বছর বয়সের নিচে শিশুদের এ রকম শীতে পাতলা পায়খানার প্রকোপ দেখা দিতে পারে। তার মধ্যে শতকরা ৬০ ভাগই ভাইরাসজনিত (রোটা ভাইরাস)।
কী করবেন ডায়রিয়া হলে
এই ডায়রিয়া সাধারণত তিন থেকে নয় দিন পর্যন্ত থাকতে পারে। পরে নিজে নিজেই ভালো হয়ে যায়। তেমন কোনো ওষুধের প্রয়োজন নেই। জ্বর থাকলে সিরাপ প্যারাসিটামল আর বমির জন্য অমিডন ড্রপ ১০-১৫ ফোঁটা দিতে পারেন খাবারের আধা ঘণ্টা আগে।
আর এর সঙ্গে শরীরে পানিশূন্যতা রোধ করার জন্য খাওয়ার স্যালাইন ও অন্যান্য তরল খাবার দিন। যেমন-ভাতের মাড়, ডাবের পানি, চিঁড়া-পানি, টক দই, পানি, ফলের রস ইত্যাদি। শিশুর বয়স যদি ছয় মাসের কম হয়, তাহলে বারবার বুকের দুধ দিন, সঙ্গে খাওয়ার স্যালাইন। ছয় মাসের বেশি হলে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে ভুলবেন না।
এক প্যাকেট স্যালাইন আধা সের পানিতে গুলবেন। অল্প অল্প করে গুলবেন না, এতে লবণের মাত্রা কম-বেশি হতে পারে। প্রতিবার পায়খানার পর ১০ থেকে ২০ চামচ স্যালাইন দিন এবং ধীরে ধীরে এক চামচ এক মিনিটে। একবারে দিলে শিশু বমি করতে পারে এবং পায়খানা বেড়ে যেতে পারে।
এর পরও যদি শিশু বমি করে, তাহলে ১০ মিনিট অপেক্ষা করে আবার ধীরে ধীরে সমপরিমাণ স্যালাইন খেতে দিন।
কখন শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন
— খুব বেশি পরিমাণে পানির মতো পাতলা পায়খানা হলে।
— খুব বেশি বমি হলে।
— শিশুর অতিরিক্ত তৃষ্ণার্ত ভাব থাকলে।
— খেতে না পারলে।
— জ্বর থাকলে।
— পায়খানার সঙ্গে রক্ত গেলে।
আপনি ও আপনার শিশু সুস্থ থাকুন।
অধ্যাপক ডা· তাহমীনা বেগম
শিশুরোগ বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান
শিশু বিভাগ, ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৪, ২০০৯
Leave a Reply