ওজন কমানো থেকে শুরু করে ক্যান্সার প্রতিরোধ করা পর্যন্ত সবক্ষেত্রে সবুজ চা বা গ্রীন টি উপকারী। এই সবুজ চায়ের সৌন্দর্যগুণও কিন্তু কম না। বিশেষজ্ঞদের মতে ত্বকের সুরক্ষায়, চর্মরোগের চিকিৎসায় এমনকি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সবুজ চা কার্যকর ভূমিকা রাখে। এতে বিপুল পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট আছে, যা ত্বকের বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে। সূর্যকিরণের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা, ত্বকের পুড়ে যাওয়া ভাব দূর করতে সবুজ চায়ের ফেসপ্যাক খুবই কার্যকর।
১। লেবু, চালের গুঁড়ো এবং সবুজ চায়ের ফেসপ্যাক
ক। ২টি গ্রীন টি ব্যাগ
খ। ১ বড় চামচ চালের গুঁড়ো
গ। ১টি লেবু
চালের গুঁড়োর সাথে সবুজ চা ভাল করে মিশিয়ে নিন। কিছুটা ঘন হয়ে আসলে এতে লেবুর রস মেশান। আপনি চাইলে এতে এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন। এবার এটি মুখ এবং ঘাড়ে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি এক্সফলিয়েট হিসেবে বেশ ভাল কাজ করে। ত্বকে তাৎক্ষনিক উজ্জ্বলতা বৃদ্ধি করে দেবে এই প্যাকটি।
২। গ্রীন টি এবং মধুর ফেইস প্যাক
ক। ১ টি গ্রীন টি টি-ব্যাগ
খ। ২ চা চামচ মধু
গ্রীন টি এবং মধু খুব ভালভাবে মিশিয়ে নিন। সারা মুখে ভালভাবে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্টপূর্ণ প্যাক, যা ত্বকের বলিরেখা দূর করে, ব্রণের কালো দাগ দূর করে এবং ব্ল্যাক হেডস দূর করে ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে।
৩। গ্রীন টি, টক দই, লেবুর রসের প্যাক
ক। ১/২ চা চামচ গ্রীন টি
খ। ১ চা চামচ টকদই
গ। ১ চা চামচ লেবুর রস
গ্রীন টি, টকদই, লেবুর রস ভাল ভাবে মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভাল ভাবে ধুয়ে ফেলুন। সেনসিটিভ ব্রণ প্রবণ ত্বকের জন্য প্যাকটি অনেক বেশী কার্যকর।
৪। গ্রীন টি এবং শসার রস
ক। ১/২ চা চামচ সবুজ চায়ের পাতা বা ১টি গ্রীন টি ব্যাগ
খ। এক টুকরো শসা
প্রথমে আধা কাপ গরম পানিতে গ্রীন টি দিয়ে পানি ফুটিয়ে নিন। চা হয়ে আসলে এতে শসার টুকরো দিয়ে দিন। শসার টুকরোসহ গ্রিন টি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এছাড়া শসার রস এবং গ্রীন টি মিশিয়ে নিতে পারেন। এটি ত্বকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকে প্রতিদিন ব্যবহার করতে পারেন। বাড়তি মিশ্রণটুকু ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এটি ত্বকের নমনীয়তা ধরে রাখতে সাহায্য করবে।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-18 23:15:50
Source link
Leave a Reply