পছন্দের পোশাকের সঙ্গে মিলিয়ে সাজগোজ। এবার বাইরে বের হবেন, এমন সময় খেয়াল করলেন ঘেমে পুরো সাজটায় মাটি। গরমের সময় দেহের অন্য অংশের তুলনায় মুখ বেশি ঘেমে যাওয়ার সমস্যাটি অনেকেরই আছে। এ কারণে দেখা দেয় মুখের ত্বকে নানান সমস্যা। মুখে অতিরিক্ত ঘাম হওয়ার ফলে ত্বকে ময়লা জমে এবং মুখ খুব তৈলাক্ত দেখায়। মুখে ব্রন, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস ইত্যাদি সমস্যা তো থাকেই। গরমে মুখে অতিরিক্ত ঘাম হওয়া থেকে নিজেকে রক্ষা করতে জেনে রাখুন কিছু সমাধান।
– প্রতিদিন এক চামচ মধুর সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
– বাহিরে বের হওয়ার পর গরমে মুখ ঘেমে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখটা হালকা করে ধুয়ে নিন।
– বাহিরে বের হওয়ার অন্তত ১৫ মিনিট আগে সানস্ক্রিন লাগিয়ে নিতে পারেন, এতে মুখের ঘাম কিছুটা কমবে।
– সপ্তাহে দু’দিন ফেসিয়াল স্ক্রাব ব্যবহার করতে পারেন। সেজন্য চালের গুঁড়ার সঙ্গে টকদই মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এবার হালকা হাতে ঘুরিয়ে কিছুক্ষণ ম্যাসেজ করুন। ৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে।
– মুখ ঘেমে গেলে সঙ্গে সঙ্গে মুছে ফেলতে হবে। মুখে ঘাম জমতে দিলে ত্বকের সমস্যা বেড়ে যায়।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-17 21:05:25
Source link
Leave a Reply