মুখের অবাঞ্ছিত লোম দূর করার জন্য নিয়মিত পার্লারে যেতে হয় কমবেশি সবাইকেই। সময়ের অভাব তো রয়েছেই, পাশাপাশি অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ত্বকে ফুসকুড়িও উঠতে পারে ত্বকে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে প্রাকৃতিক উপায়েই তুলতে পারেন মুখের ত্বকের অবাঞ্ছিত লোম। জেনে নিন কীভাবে তুলবেন-
চিনি ও লেবু
চিনি ও লেবুর রস একসঙ্গে মেশান। ঠোঁটের উপরের সঙ্গে মিশ্রণটি লাগিয়ে ঘষুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দূর হবে অবাঞ্ছিত লোম।
হলুদ ও দুধ
হলুদ গুঁড়ার সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ঠোঁটের উপরের ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঘষে উঠিয়ে ফেলুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
ডিম
ডিমের সাদা অংশ, চিনি ও কর্ন ফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। অবাঞ্ছিত লোমের উপর লাগান মিশ্রণটি। আধা ঘণ্টা পর টেনে তুলে ফেলুন প্যাকটি।
দই, বেসন ও হলুদ
সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি ঠোঁটের উপরের ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-17 23:27:35
Source link
Leave a Reply