ব্রণ কমবেশি সবারই থাকে। আর এই সমস্যা দূর করতে কতকিছুই না আমরা করি। কিন্তু কোনো লাভ হয় না। আজ কমলার খোসা ব্যবহার করে দেখতে পারেন। আর এর সঙ্গে অবশ্যই মধু ও ল্যাভেন্ডার অয়েল মেশাবেন। দেখবেন, আপনার ত্বকের ব্রণ একেবারেই দূর হয়ে যাবে।
ত্বকে কমলার খোসা কীভাবে ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।
যা যা লাগবে
কমলার খোসা গুঁড়ো এক চা চামচ, মধু এক চা চামচ, ল্যাভেন্ডার ওয়েল দু-তিন ফোঁটা। কমলার খোসায় ভিটামিন সি আছে, যা ত্বকের পিএইচের ভারসাম্য ফিরিয়ে আনে। অন্যদিকে মধুতে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। আর ল্যাভেন্ডার অয়েল এমন একটি উপকারী প্রাকৃতিক অয়েল যা ত্বকের কোষ সুস্থ রাখতে কার্যকর।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে কমলার খোসা গুঁড়ো, মধু ও ল্যাভেন্ডার অয়েল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাক মুখ ও ঘাড়ে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই থেকে তিনদিন এই প্যাক ত্বকে ব্যবহার করুন।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-17 20:24:44
Source link
Leave a Reply