হাইলাইটস
- ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন।
- দুই থেকে তিন দিন ল্যাভেন্ডার অয়েল স্প্রে করলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।
ছারপোকার অত্যাচারে মেসবাড়ি ছাড়ার ঘটনা পুরোনো বাংলা সাহিত্যে যথেষ্ট পাওয়া যায়। সস্তার চিনা খাট কিনে ছারপোকার কামড় খেয়ে নেতিয়ে পড়েন স্বয়ং টেনিদা। রাজস্থানে ছদ্মবেশী আসল ডক্টর হাজরার পায়ে ছারপোকার কামড় দেখে ভয় পেয়ে গিয়েছিলেন জটায়ু ওরফে লালমোহন বাবু। প্রথমে ভেবেছিলেন খুনখারাপির ব্যাপার। ফেলুদা তাঁকে আশ্বস্ত করে বলেন যে ছারপোকার কামড়ে ওরকম রক্তাক্ত হয়েছেন ওই ব্যক্তি।
এ হেন ছারপোকা বাড়ি থেকে তাড়ানো সহজ ব্যাপার নয়। এরা গুরগুর করে নিঃশব্দে হেঁটে বেড়ায়। আর সুযোগ বুঝে কুটুস করে রাম কামড় মারে। কামড়ের জায়গার ফোলাভাব অনেকদিন থেকে যায়। জেনে নিন ঘরোয়া উপায়ে বাড়ি থেকে ছারপোকা তাড়াবেন কী ভাবে।
ছারপোকার হাত থেকে বাঁচতে করণীয়
* ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিন দিন ল্যাভেন্ডার অয়েল স্প্রে করলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।
* ছারপোকা মারা যায় ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে। ঘরে ছারপোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সেদ্ধ করে ধুয়ে ফেলুন।
* ছারপোকা তাড়াতে মাঝে মধ্যে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন। এতে ছারপোকা সহজেই পালাবে।
* ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকারী। পোকাটি তাড়াতে অন্তত মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানাসহ উপদ্রবপ্রবণ স্থানে ছিটিয়ে দিয়ে রাখুন। ঘরে আর ছারপোকা হবে না।
* ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে করলে ছারপোকা মরে যাবে।
* আসবাবপত্র ও লেপ-তোশক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন। এতে করে ছারপোকার আক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ছারপোকা থাকলে সেগুলো মারা যাবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-17 12:54:07
Source link
Leave a Reply