সমস্যাঃ আমার বয়স ২৩ বছর। স্মাতকোত্তর শ্রেণীর ছাত্র। উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। ওজন ৫৯ কেজি। ছোটবেলা থেকেই আমার সারা শরীরের ত্বক শীতকালেফেটে যায়।শীতের এ সময়টাতে শরীরে ময়লা আবরণের মতো হয়।এ ছাড়া শীতের সময় সারা শরীরে মাছের আঁশের মতো গোলময়লা আবরণবসে।
এগুলো ঘষা দিলেও ওঠে না।তেল বা লোশন না দিলেসারা শরীরই চুলকায়। এখন অবশ্যআঁশের মতো গোলআবরণটা নেই।তবে সারা শরীর চিরচির হয়েফেটে যায় এবংময়লা বসে যায়।আমি তখন থেকেই ইউনিকগ্লিসারিন পানিসহ মিশিয়ে গায়ে ব্যবহার করি।এতে গায়ের চুলকানিটা কমে এবংশরীর বেশি ফাটতে পারে না।অবশ্য শীত চলে গেলে শরীর ঠিক হয় যায়।ময়লার আবরণটা উঠে যায়এবং ত্বক আবার স্বাভাবিক হয়েযায়। আমার ত্বকের ধরন শুষ্ক। শরীরে তেলতেলে ভাবকম বলেমনে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক
তল্লাবাগ, ঢাকা।
পরামর্শঃ আপনার রোগটির নাম ইকথায়োথিস। এ রোগের জেনেটিক কারণরয়েছে। আপনি পানিতে কিছুটা লবণ মিশিয়েগোসলকরবেন।মাঝেমধ্যে ইউরিয়াযুক্ত ক্রিম ইকিউরা সারা শরীরে ব্যবহার করতে পারেন।ত্বক শুষ্ক হতে দেবেন না।ত্বকে ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন ব্যবহার করবেন। সমস্যা বেশি হলে শীতকাল থাকতেই চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন।
পরামর্শ দিয়েছেন
ডা· রাশেদ মোহাম্মদ খান
ত্বক বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৪, ২০০৯
amar boyos 25, i’m a student, winter a amar sara sorirar back side onek fata jay abong khuskir aboronar moto sistre hoy, ata amaka khub kosto daiy, kono cholkani hoy na r winter chola gala asta asta thik hoya jay.
শীতকালে চামড়া শুষ্ক হয়ে এভাবে ফেটে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। বেশিক্ষণ গোসল করবেন না। গোসল ছেড়েই গায়ে ভালো কোন লোসন মাখবেন। আর খাওয়া-দাওয়া, ঘুম ঠিক রাখবেন।
জনাব,আমার পিঠে ঘামাচির মত ছোট ছোট গোটা থাকে সারা বছরই অতিরিক্ত গরমে গেলে তা চুলকায় ০১.এই গোটা ওঠার কারন কি? এবং সমাধানের উপায় কি? ০২.বছর ৩ নেক আগে আমার পক্স হয়েছিলো আমার পিঠে পক্সের কাল দাগ এখনও রয়ে গেছে এবং শরীর বাড়ার কারনে ফাটা দাগ রয়েছে এই দাগগুলো দূর করার কোন ঔষধ আছে কি থাকলে অনুগ্রহ করে নাম লিখে পোস্ট করবেন।
এলার্জি থেকে হতে পারে। গরম আর রোদে কম যাবেন। এলার্জি হয় এমন খাবার এড়িয়ে চলবেন।
ফাটা দাগগুলো ধীরে ধীরে কমে যাবে। তবে ওজন বেশি হলে কমিয়ে ফেলবেন।
আমার হাতের কনুইর উপর ছোট ছোট বিচি।এখন কবজি তেও দেখা যাচ্চে।পিঠে ও বিচি আছে।মুখ খুব শুষ্ক ফ্যকাসে থাকে।বিচি গুলো চুল্কাই।
ঘামাচি কি না?
আবার অনেক সময় চুলকানি থেকেও এমন হয়। কিছু কিছু খাবার এড়িয়ে চললে আর পরিস্কার-পরিচ্ছন্ন থাকলে কমে যায়।
স্যার.
আমার মুখে ব্রুন আছে। প্রাকৃতিক কিছু উপায়ের কিছু পরমামর্শ দিন।
এলকোহল ও অয়েল ফ্রি সাবান, ক্রিম, ফেসওয়াস ব্যবহার করবেন। রোদে যাবেন না। ধূলাবালি এড়িয়ে চলবেন। ঘুম আর খাওয়া ঠিক রাখবেন। কুচিন্তা-দুশ্চিন্তা এড়িয়ে চলবেন। শাকসবজি, ফলমূল, পানি বেশি খাবেন।
amar boyos 21 bosor aj theke 5-6 bosor age amar soriler ak jagate halka kalo dag dekha dey akhon ta din din bare ki kori bolen
কী কারণে কোথায় কিভাবে হচ্ছে, সেটা পরীক্ষা না করে বলা কঠিন। চর্মরোগ বিশেষজ্ঞ দেখাতে পারেন।
amar boyos 27,amar mukhe chot cht gota othe r ta tiple sadha dana ber hoy r ta kalo dag hoye jay ami ki korle ai gotar theke rehai pabo?
এগুলো ব্রণ। কখনোই এতে হাত লাগাবেন না, নখ দিতে খুতবেন না। এলকোহল ফ্রি সাবান ক্রিম বা ফেসওয়াস বাদে মুখে আর কিছু ব্যবহার করবেন না। ধূলাবালি, রোদ এড়িয়ে চলুন। দুশ্চিন্তা-বাজে চিন্তা করবেন না। খাওয়া-দাওয়া ঠিক রাখুন।
আমার বয়স ২০,আমি একজন স্টুডেন্ট। আমার দুই সাতে সাদা সাদা ছুলির মত হয়েছে। ছিট ছিট মত। পিঠেও হয়েছে। অনেক ডাক্তার দেখিয়েও উপকার পাইনি। যত বার যত ডাক্তার দেখিয়েছি সবাই একই কথা বলেছেন যে “সান বান” হয়েছে। কালো ছাতা ব্যবহার, ফুল হাতা জামা, ক্রীম ইত্যাদি যা যা ডাক্তার বলেছেন সব করেছি কিন্তু সেরে ওঠেনি। এই গরমের সুরু থেকে এটা দেখা দিয়েছে।এবারে গরমে আম্র খুব ঘামাচিও হয়েছিল যা আগে কখনো হয়নি।
আমার এই সমস্যা স্মাধান দিলে খুব উপকার পাব, ধন্যবাদ।।
চর্মরোগ বিশেষজ্ঞ দেখিয়ে পরীক্ষা করিয়ে নিন।
Sir Amar age 25. Amar face e maje maje onek beshi bron uthe ebong ta besh kisu din thake, kintu prodhan problem holo bron er karone face e onek gorter shisti hoese. Notun ekta bron uthe ar ekta notun gorter shisti hoi, evabe puro face scatter hosse. I am very much tensed. pls pls sir ektu uttar diben.
হাত লাগাবেন না। রেগুলার সাবান ক্রিম ব্যবহার করবেন না। অ্যালকোহল ফ্রি সাবান ক্রিম ফেসওয়াস ব্যবহার করবেন। খাওয়া-দাওয়া আর ঘুম ঠিক রাখবেন। দুশ্চিন্তা করবেন না।
আমার বয়স ২০,আমি একজন স্টুড্রেন্ট। আমার দুই সাতে সাদা সাদা ছুলির মত হয়েছে। ছিট ছিট মত। পিঠেও হয়েছে। অনেক চর্মরোগ বিশেষজ্ঞ দেখিয়েও উপকার পাইনি। যত বার যত চর্মরোগ বিশেষজ্ঞ দেখিয়েছি সবাই একই কথা বলেছেন যে “সান বান” হয়েছে। কালো ছাতা ব্যবহার, ফুল হাতা জামা, ক্রীম ইত্যাদি যা যা চর্মরোগ বিশেষজ্ঞ বলেছেন সব করেছি কিন্তু সেরে ওঠেনি। এই গরমের সুরু থেকে এটা দেখা দিয়েছে। এবারে গরমে আমার খুব ঘামাচিও হয়েছিল যা আগে কখনো হয়নি। স্নান করার পর আর রোদের থেকে আসলে খুব চুলকাত। আমার হাতে ছোট ছোট গোটা মত হয়েছে,আমার হাত অমুশ্রীন।
ঠাণ্ডার মধ্যে থাকার চেষ্টা করুন।
পরীক্ষা করে দেখে যদি মনে করা হয় হয় সান বান হয়েছে, তাহলে ধীরে ধীরে সেরে যাবে। অমসৃণতার জন্য রাতে ঘুম আর খাওয়া দাওয়া ঠিক রাখবেন।