হাইলাইটস
- সঙ্গীকে অবশ্যই বাড়ির কাজে সাহায্য করুন।
- কারণ অফিসের পাশাপাশি তিনি কিন্তু বাড়িরও সম্পূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন
অফিস থেকে একসঙ্গে বাড়ি ফেরেন- ধরা যাক আপনি এবং আপনার স্ত্রী একসঙ্গেই বাড়ি ফেরেন। কিন্তু কোনও দিন তাঁর কাজ আগে হয়ে গেলেও তিনি কিন্তু আপনার জন্য অপেক্ষা করেন। এমনকী নিজের ওয়ার্ক আউট শেষ করে দরজাক বাইরেই অপেক্ষা করেন আপনার জন্য। প্রতিদিন যখন কেউ আপনার জন্য এভাবে অেক্ষা করে থাকেন তখন অবশ্যই তাঁকে ধন্যবাদ জানান।
বিতর্কে তাঁকেই জিততে দিন- ধরা যাক কোনও একটা বিষয় নিয়ে আপনারা তর্কে মেতেছেন। দুজনেই যুক্তি সাজাচ্ছেন। উত্তেজনার পারদ চমছে। এই সময় কিন্তু কায়দা করে স্ত্রীকেই জিতিয়ে দিন।
বাড়ির কাজে সাহায্য করুন- সঙ্গীকে অবশ্যই বাড়ির কাজে সাহায্য করুন। কারণ অফিসের পাশাপাশি তিনি কিন্তু বাড়িরও সম্পূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। আপনি তাঁকে সাহায্য করলে তাঁর কিছুটা উপকার হয় এবং কিছুটা কাজের চাপ কমে।
অর্থনৈতিক দিকটা দুজনে মিলেই সামলান- অর্থনৈতিক দিক দিয়ে দুজনেই কিন্তু দুজনকে সার্পোট করার চেষ্টা করুন। কারণ এখন দুজনে মিলে না সামলালে একজনের উপর অনেকখানি চাপ পড়ে যায়।কিন্তু সেখানে দুজনে সাহায্য করলে মানসিক চাপও কমে।
একে অন্যের পাশে থাকুন- জীবনের সব দিন সমান যায় না। ওঠা পড়া থাকেই। তাই চেষ্টা করুন যে কোনও পরিস্থিতিতে সঙ্গীর পাশে থাকতে। তাঁকে ভরসা দিতে। এতে সম্পর্ক যেমন ভালো হবে তেমনই নিজেদের মধ্যেকার বোঝাপড়া ভালো হবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-16 18:28:59
Source link
Leave a Reply