সমস্যাঃ আমার বয়স ৩৭ বছর, বিবাহিত। আমার দুই কানের পর্দা ছিদ্র। ডান কানের ছিদ্রটা একটু বড়। প্রায়ই কান পাকে ও ব্যথা করে। কানে ঝিঁঝি পোকার মতো শব্দ হয়। মাথার মধ্যেও অনেক সময় শব্দ হয় এবং মাথা ঘোরে। অনেক চিকিৎসা করেও কোনো সুফল পাইনি। কলকাতায় দেখালে অপারেশনের মাধ্যমে পর্দা সংযোজনের কথা বলা হয়। এ চিকিৎসা আমাদের দেশে আছে কি? থাকলে কোথায়, চিকিৎসা ব্যয় কত? অপারেশন পদ্ধতিটা কতটুকু নিরাপদ? অপারেশন না করলে কী সমস্যা হতে পারে?
আবুল, চুয়াডাঙ্গা
পরামর্শঃ কানে পর্দা সংযোজন অপারেশন বাংলাদেশে দীর্ঘদিন থেকেই চালু আছে। আগে হাতেগোনা দু-একটি হাসপাতালে এ অপারেশন চালু ছিল। আর বর্তমানে ঢাকা ও দেশের বড় শহরগুলোতে অনেক হাসপাতালে এ অপারেশন করা হয়ে থাকে। এটি একটি নিরাপদ অপারেশন এবং বাংলাদেশে পর্দা সংযোজনের সফলতার হার বিশ্বমানের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিনা ভাড়ায় ভর্তি হলে এ অপারেশন বিনা খরচেই করা যাবে। আর ভাড়া বিছানায় ভর্তি হলে অপারেশন চার্জ চার হাজার টাকার মতো লাগতে পারে। বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে এ অপারেশনের ব্যয় হাসপাতালের ধরন অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। সময়মতো কানের এ অপারেশন না করালে ধীরে ধীরে আপনার বধিরতা বৃদ্ধি পাবে। কান পাকা রোগের জটিলতায় ফেসিয়াল প্যারালাইসিস হয়ে মুখ বাঁকা হয়ে যেতে পারে। রোগটি মস্তিষ্কে বিস্তৃত হয়ে মেনিনজাইটিস ও মস্তিষ্কে পুঁজ, ফোঁড়া (এবসেস) তৈরি করতে পারে। মস্তিষ্কে রোগ বিস্তার মানেই প্রাণসংহারী অবস্থা সৃষ্টি হওয়া। তাই এখনই আপনার কানের পর্দা লাগিয়ে নেওয়া দরকার।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· আবুল হাসনাত জোয়ারদার
নাক, কান ও গলা বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৪, ২০০৯
Leave a Reply