বয়স বাড়ুক আর না বাড়ুক বলিরেখা কমবেশি সবার মুখেই দেখা যায়। এটা জীবনযাপনের কারণেও হতে পারে আবার অতিরিক্ত মেকআপ ও রাসায়নিক দ্রব্য সমৃদ্ধ প্রসাধনী ব্যবহারের কারণেও হতে পারে। এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী উপাদান হলো পেয়ারা পাতা। এই পাতা ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করে। এর ফলে দ্রুত বলিরেখা দূর হয়ে ত্বক হয় টানটান ও মসৃণ। এ ছাড়া এতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানও রয়েছে, যা সংক্রমণের জীবাণু ধ্বংস করে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।
কীভাবে ত্বকে পেয়ারা পাতা ব্যবহার করবেন সে সম্বন্ধে বোল্ডস্কাই ওয়েবসাইটের দেওয়া এই পরামর্শটি একবার দেখে নিতে পারেন।
পেয়ারা পাতা যেভাবে ব্যবহার করবেন
দু-তিনটি পেয়ারা পাতা হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ হালকা পিষে নিন। এবার ফুটন্ত গরম পানির মধ্যে এই পাতা দিয়ে দিন। পানির রং বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। একটি তুলার বলে এই পানি নিয়ে পুরো মুখে ভালোভাবে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত দুদিন পেয়ারা পাতা সেদ্ধ করা পানি মুখে লাগান।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-15 20:46:56
Source link
Leave a Reply