হাইলাইটস
- ইটালির ক্যালাব্রিয়া প্রদেশ।
- ইটালির দেশের মতো এই প্রদেশের গ্রামগুলিও অপূর্ব সুন্দর।
- ঠিক যেন তুলিতে আঁকা।
- চারদিকে সবুজ সবুজ আর শুধুই সবুজ
ওদিকে আবার পর্যটকদের ভিড় কমায় ব্যাপক ক্ষতি হচ্ছে পর্যটন শিল্পের। রোজগার বন্ধ হয়েছে বহু মানুষের। ফলে অর্থনৈতিক ক্ষতি হয়ে চলেছে অনবরত। পর্যটক শিল্পকে চাঙ্গা করতে নানা রকম পন্থা অবলম্বন শুরু করে দিয়েছে বিভিন্ন দেশের সরকার।
ব্যবসায়ীদের রোজগার নেই, পর্যটকদের পকেটে টাকা নেই। আর এরই মাঝে ইটালি সরকারের এক অসাধারণ প্রস্তাব সকলকে তাক লাগিয়ে দিয়েছে। সেদেশের একটি গ্রামে বেড়াতে গেলে পর্যটকদের দেওয়া হবে দক্ষিণা। মানে গ্রামে ঘুরলেই টাকা পাবেন পর্যটকরা। এমনই দাবি করছে একটি আত্মর্জাতিক সংবাদমাধ্যম।
ইটালির ক্যালাব্রিয়া প্রদেশ। ইটালির দেশের মতো এই প্রদেশের গ্রামগুলিও অপূর্ব সুন্দর। ঠিক যেন তুলিতে আঁকা। চারদিকে সবুজ সবুজ আর শুধুই সবুজ। মাঝে গ্রামের বাড়ির ঘর অবশ্যই রয়েছে। তবে গ্রামকে ঘিরে রেখেছে পাহাড়, নদী আর জঙ্গল। গ্রামের কাছেই রয়েছে সমুদ্র। গ্রামবাসীদের দৈনন্দিন জীবনযাত্রাও বেশ আকর্ষণীয়। পায়ে হেঁটে হেঁটে গোটা গ্রাম ঘোরা যায় অনায়াসে।
সরকারের তরফে অবশ্য বেড়ানোর যাবতীয় সুযোগ সুবিধে প্রদান করা হয়। আর দেওয়া হবে টাকা। অর্থের পরিমাণ সর্বোচ্চ ২৪,৭৩,৭৪৪ টাকা। তবে গুনে গুনে এতগুলো টাকা পেতে গেলে ক্যালাব্রিয়া প্রদেশের গ্রামে অনন্তপক্ষে তিন বছর থাকতে হবে। এমনই ঘোষণা করতে চলেছে সেই প্রদেশের সরকার।
কিন্তু কেন এই উদ্যোগ?
মহামারি সহ নানা কারণে গ্রামের জনসংখ্যা অস্বাভাবিক হারে কমে গেছে। লোকমুখে গ্রামের নাম হয়ে দাঁড়িয়েছে ‘ঘুমন্ত গ্রাম’। আর তা হওয়াই স্বাভাবিক ক্যালাব্রিয়া প্রদেশের গ্রামে বাস করেন মাত্র হাজার দুয়েক বাসিন্দা। সেই সংখ্যাটাই বাড়াতে চায় সরকার। সেকারণেই পর্যটকদের অর্থের বিনিময়ে গ্রামে বাস করার প্রস্তাব দিচ্ছে তারা।
থাকার শর্ত
শুধুই যে গ্রামে থাকার প্রস্তাব দেওয়া হয়েছে তাই নয়, সেখানে বিদেশিদের ছোটোখাটো ব্যবসা চালানোর অনুমতিও দিতে চলেছে সেখানকার সরকার। সেটি পর্যটকের নতুন ব্যবসাও হতে পারে আবার পুরোনো ব্যবসাকে নতুন অধিগ্রহণ করাও হতে পারে। তবে ব্যবসা চালু করাটা কিন্তু আবিশ্যিক। বলা যায় এটিই সেখানে থাকার অন্যতম শর্ত।
আরও কিছু শর্ত
পর্যটক বা নতুন বাসিন্দাদের বয়স ৪০-এর কম হতে হবে।
ক্যালিব্রিয়াতে থাকার আবেদন করার ৯০ দিনের মধ্যে সেখানে থাকতে শুরু করতে হবে।
ভালো ব্যবসায়ী বা অর্থবানদেরই তাঁদের গ্রামে থাকার জন্য বাছাই করার ইচ্ছে রয়েছে সেদেশের সরকারের। তাঁদের প্রতিশ্রুতি মাসে প্রায় ৭০ থেকে ৯০ হাজার টাকা আয় হতে পারে এক এক জনের। অন্ততপক্ষে ২-৩ বছর ধরে এই আয় স্থায়ী থাকবে। আয়ের পরিমাণ বাড়তেও পারে।
এর আগেও…
অবশ্য এবার প্রথম নয়, এর আগেও দেশে থাকার বিনিময়ে অর্থ প্রদানের প্রস্তাব দিয়ে পর্যটকদের আকর্ষণ করার চেষ্টা করেছিল ইটালি সরকার। সেদেশের অনেক ছোটো শহর বা গ্রামে থাকার প্রস্তাব পেয়েছিলেন পর্যটকরা। আসলে এমনিতেই ইটালিতে লোকসংখ্যা কম। তার উপর মহামারির কারণে প্রচুর লোকক্ষয় হয়েছে সেদেশে। লোকবল কম থাকায় অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে ব্যাপক হারে।
লোকসংখ্যা কমে যাওয়ার ফলে শহর এবং গ্রামের বাড়ি, আসবাব ও সংসারের অন্যান্য জিনিস বিক্রি হয়ে যাচ্ছে। গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে। ফলে বিভিন্ন দেশের নাগরিকদের সেদেশে থাকার আহ্বান জানাতে শুরু করেন ইটালির সরকার। লোকবল কমে গিয়ে বিপদে পড়েছিল ইটালির সিসিলির সালেমি টাউন।
সিসিলি ছাড়াও দক্ষিণ ইটালির মোলিসে নামের এক পাহাড়িয়া গ্রামেও অর্থ এবং নাগরিকত্বের বিনিময়ে থাকার প্রস্তাব দেওয়া হযেছিল পর্যটকদের। সেই সময় গ্রামের লোকসংখ্যা ছিল মাত্র ৯২৩। গ্রামবাসীরা গ্রামের খালি বাড়িগুলি পর্যটকদের ভাড়া দেওয়ার কাজ শুরু করেছিলেন। এক একটা বাড়ি ভাড়া মিলছিল মাত্র ৮৮ টাকায়।
সরকারের আশা এই শহর এবং গ্রামের দেখানো পথ ধরেই এগোচ্ছে ক্যাব্রিয়া প্রদেশের সরকার। মাসে ৮০ হাজার টাকা এবং তিন বছরে প্রায় ২৫ লক্ষ টাকা আয় করতে ইটালিতে কিছুদিন থেকে আসতে পারেন। গ্রামে থাকার সময়ই কম অর্থে গোটা ইটালি দেশ ঘুরে আসতে পারে। জীবনযাত্রার স্বাদ একটু বদল হবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-15 18:25:24
Source link
Leave a Reply