পার্সোনালিটি টেস্টকে বাংলায় আমরা বলতে পারি ব্যক্তিগত জিজ্ঞাসা। ভয়ের কোন কারণ নেই। কেননা আপনার ব্যক্তিগত বিভিন্ন জিজ্ঞাসার মাধ্যমে তারা নিরূপণ করবে আপনার পার্সোনালিটি। পার্সোনালিটি পরীক্ষার প্রশ্নগুলোর ধরন নিচে দেয়া হল-
০ আমি কর্মক্ষেত্রে দক্ষতা ব্যবহার ও দক্ষতার পরিমার্জন করতে পছন্দ করি।
আমি নতুন দক্ষতা গ্রহণ করতে পছন্দ করি।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ আমি পরিকল্পনা গঠন করি।
আমি অস্পষ্টতাকে স্পষ্ট করার চেষ্টা করি।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ আমি ইচ্ছা আকাঙ্খাকে সমর্থন করি।
আমি নির্ধারিত ইচ্ছা অনুযায়ী কাজ করি।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ কারো সহযোগিতা পেতেই বেশি ভাললাগে।
আমার নিজস্ব দক্ষতায় চলতে বেশি ভাল লাগে।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ উত্তর দেবার পর নিজেকে নিজেই জিজ্ঞেসা করি।
নিজেকে জিজ্ঞাসা করি তারপর উত্তর দিই।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ আমি কাজ একবার বন্ধ করি দেই একবার চালু করতে পছন্দ করি।
আমি দৃঢ়তার সাথে কাজ করতে থাকি।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ নিজের দক্ষতার কথা জানাতে জিম অথবা পাবলিক লাইব্রেরিকেই আমি সঠিক স্থান ভাবি।
আসলে সবস্থানই নিজের দক্ষতার কথা জানানোর জন্য ভাল জায়গা।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ বাস্তব অভিজ্ঞতার আলোকে কাজ করতে বেশি ভাল লাগে।
নিজের তৈরি করা পথে চলতে বেশি ভাল লাগে।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ আমি সত্য প্রমাণ ও বাস্তব উদাহরণে বিশ্বাসী।
আমি নতুন কাজে উৎসাহী।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ আমি পদ্ধতি প্রণয়ণ করতে বেশি উদ্যমী।
প্রণীত পদ্ধতি নিয়ে কাজ করতে ভাল লাগে
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ আমি খোলা পথে হাঁটতে ভালোবাসি।
আমি নতুন পথ আবিষ্কার করতেও ভালোবাসি।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ আমি বাস্তবাদিতাকে মূল্যায়ন করি।
আমি নতুন পথ আবিষ্কার করতেও ভালোবাসি।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ আমি অবিরাম কাজ করি।
আমি সিডিউল মাফিক কাজ করি।
উপরের একটিও ভাল লাগে না
০ আমি সংক্ষিপ্ততা পছন্দ করি।
আমি জটিলতা ভাঙতে পছন্দ করি।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ ব্যক্তিগত তথ্য শেয়ার করতে ভালো লাগে না।
ব্যক্তিগত তথ্য শেয়ার করতে সমস্যা নেই।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ কৌশলের চেয়ে বাস্তবতা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
বাস্ততার চেয়ে কৌশল বেশি গুরুত্বপূর্ণ।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ আমি যুক্তি ও ন্যয়কে মূল্যায়ন করি।
যুক্তি ও ন্যায়ের চেয়ে ঐক্যকে বেশি মূল্যায়ন করি।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ প্রথম কাজ তারপর খেলা।
খেলার ছলে করতে ভাল লাগে।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ আমি তাড়াতাড়ি কাজ করা পছন্দ করি।
আমি ধীরে ধীরে কাজ করতে পছন্দ করি।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ আমি আগে ভাবি পরে কাজ শুরু করি।
আমি আগে শুরু করি তারপর ভাবি।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
০ কথা বলতে ভাল লাগে না শুনতে ভাল লাগে।
কথা শুনতে ভাল লাগে না বলতে ভাললাগে।
উপরের দু’টোই আমার ভাল লাগে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ২৪, ২০১০
Leave a Reply