নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনায় মৃত্যু আরও কমল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু (COVID Death in West Bengal) হয়েছে ১৪ জনের। আক্রান্তের সংখ্যাও নিম্নমুখী। ৮৩১ জন সংক্রামিত হয়েছেন। পশ্চিমের পর এবার ভাবাচ্ছে পূর্ব মেদিনীপুর। ওই জেলায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৮৩। দার্জিলিঙে ৭৪ জন কোভিড আক্রান্ত।
স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, বুধবার সংক্রমিতের সংখ্যা ৮৩১। মঙ্গলবার ৮৬৩ জন আক্রান্ত হয়েছিলেন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৫৫ হাজার ৫৭১ জনের। কমেছে সংক্রমণ হার। তা দাঁড়িয়েছে ১.৫০ শতাংশে। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৭৮। ৯৬ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৬,৪৯ ও ৪০।
তবে পূর্ব মেদিনীপুর ও দার্জিলিঙের পরিসংখ্যান ভাবাচ্ছে প্রশাসনকে। পশ্চিম মেদিনীপুরে কড়া বিধিনিষেধে নিয়ন্ত্রণে এসেছে কোভিড। সে জেলায় এখন আক্রান্ত ৪২ জন। পাশে পূর্ব মেদিনীপুরে সংক্রামিত সংখ্যা পৌঁছে গিয়েছে ৮৩-তে। দার্জিলিঙে ৭৪ জন সংক্রমণের শিকার। বিধিনিষেধ শিথিল হওয়ার পর সেখানে ভিড় বাড়ছে পর্যটকদের। তাতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সে কারণে পর্যটকদের দুটি কোভিড টিকা বা করোনা নেগেটিভ শংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছে শৈলশহরে। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১২ হাজার ৯৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১৪ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ২ ও ২। হাওড়ায় মৃতের সংখ্যা ১। দার্জিলিঙে ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের ১৪ জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ১ হাজার ১৬১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৭.৯৬%।
বুধবার টিকা পেয়েছেন ২ লক্ষ ২৫ হাজার ১৫ জন। ৯৬ হাজার ৬৮০ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৩৩৫ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৪৩ লক্ষ ৮৫ হাজার ৯১৩ জনের।
আরও পড়ুন- স্মার্টকার্ড থাকলেই উঠতে পারবেন ট্রেনে, শুক্রবার থেকে চালু হচ্ছে মেট্রো
Zee24Ghanta: Health News
2021-07-14 23:03:56
Source link
Leave a Reply