হাইলাইটস
- আপনার ভালোলাগা, মন্দলাগা সবটা তিনি ভালোভাবে বোঝেন।
- এমনকী আপনার পছন্দ নিয়েও তিনি যথেষ্ঠ সচেতন।
- সবটা আবেগ দিয়ে দেখেন না
এদিকে প্রেম করার জন্যেও কোনও ছেলেকে তেমন মনে ধরে না তার। প্রেম প্রস্তাব পেলেও খারিজ করে দিতে এক সেকেন্ডও ভাবত না। কিন্তু সেদিন যখন সোশ্যাল মিডিয়ায় অনিকেতের সঙ্গে আলাপ হল তখন কিন্তু বন্ধুত্বটা বেশ সহজেই করে ফেলল। যদিও প্রথম দিকে ও তেমন কথা বলত না। খুব মেপে রিপ্লাই দিত। কিন্তু দিনকয়েক পর অবশ্য সেই চিত্র বদলে গেল। অনিকেত ওর বেশ ভালো বন্ধু হয়ে উঠল। ছেলেদের নিয়ে যে সব ভ্রান্ত ধারণা ওর মধ্যে ছিল তা কিছুটা হলেও দূর হল। এমন বন্ধুত্ব, প্রেম বেশ কয়েকদিন চালানোর পর ওর মনে হল অনিকেতকে বিয়ে করা যেতে পারে। কারণ অনিকেতের কিছু কথা, কছু আচরণ ওর বেশ ভালো লেগেছিল। তবেবিয়ে করার আগে ছেলেদের যে কয়েকটি বিষয় অবশ্যই পরখ করে নেবেন-
আপনার গার্লস নাইটে আপত্তি নেই- অনেক ছেলে থাকেন যাঁরা স্ত্রী কিংবা প্রেমিকাকে নিজের সম্পত্তি বানিয়ে রাখতে চান। প্রেমিকা যদি নিজের বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চান, পার্টি করতে চান তাহলে তাঁরা আপত্তি করেন। কেন, কখন কোথায় যাচ্ছেন সব তাঁদের বলে যেতে হবে এরকম মানসিকতাও অনেকের থাকে। ‘পার্সোনাল স্পেস’ বলে যে একটা ব্যাপার হয় অনেক ছেলেই তা মানতে চান না। আপনার বয়ফ্রেন্ডের মধ্যে এই গুণগুলি না থাকলে অবশ্যই বিয়ের কথা ভাবুন।
আপনাকে সম্পূর্ণ ভাবে বোঝেন- আপনার ভালোলাগা, মন্দলাগা সবটা তিনি ভালোভাবে বোঝেন। এমনকী আপনার পছন্দ নিয়েও তিনি যথেষ্ঠ সচেতন। সবটা আবেগ দিয়ে দেখেন না। তাঁর কথার মধ্যেও যথেষ্ঠ যুক্তি রয়েছে। এমন মানুষ কিন্তু কখনও খারাপ হন না।
আপনার বন্ধুদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন না- আপনার বন্ধু, সোশ্যাল মিডিয়ার বন্ধুদের নিয়ে তিনি কোনও আপত্তিজনক মন্তব্য করেন না। এমনকী আপনি সোশ্যাল মিডিয়ায় কী করছেন, সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড এসবও কোনও দিন চাননি। আপনার পোস্টে কে কী কমেন্ট করল সেই নিয়েও বিশেষ মাথা ঘামান না। এমন মানুষের মানসিকতা কিন্তু ভালো। অনেক ছেলেই থাকেন যাঁরা প্রেমিকার সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ঘোরাফেরা করেন।
বিয়ে নিয়ে তাগাদা দেন না- কিছু ছেলে আছেন যাঁরা সম্পর্কের প্রথম দিন থেকেই বিয়ের কথা মাথায় রাখেন। কয়েক মাস গড়াতে না গড়াতেই প্রেমিকাকে প্রশ্ন করেন কবে বিয়ে করা যেতে পারে। আর এঁদের বিয়ে নিয়ে একাধিক শর্তও থাকে। বিয়েটাকে এঁরা অনেক জটিল করে দেখেন। বিয়ে মানেই এঁদের কাছে অনেক কিছু। এমন ছেলেদের কিন্তু এড়িয়ে চলুন।
আপনার সিদ্ধান্তকে সমর্থন করেন- আপনার ভাবনা, সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন সবসময়। সব সময় আপনার পাশে থাকেন। আপনার ভালো সময়ে যেমন থাকেন তেমনই খারাপ সময়েও কিন্তু তিনি পাশে থাকেন। আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। কোথাও তাঁর আপত্তি থাকলে যুক্তি দিয়ে বুঝিয়েও দেন। এমব ানুষ কিন্তু সচরাচর মেলে না।
একই ভাবে ভালোবাসেন- পাঁচ বছর প্রেমের পরও একই ভাবে ভালোবাসেন। এখনও প্রতিটা দিন সেই প্রথম প্রেমের মতোই দেখেন। বিয়ের পর যে এই ভালোবাসা বদলে যাবে এমনও নয়। সব সময় আপনার দিকেই অভিযোগ করছেন, যে কোনও সমস্যায় আঙুল আপনার দিকেই উঠছে এরকমটা তিনি করেন না। এমন মানুষ কিন্তু স্বামী হিসেবে সেরা।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-14 19:59:59
Source link
Leave a Reply