নিন্দুক শিরোমণি
এধরনের মানুষরা সবকিছুতেই খুঁত ধরেন। এঁদের সন্তুষ্ট করা সহজ নয়। সঙ্গীর সব কাজে খুঁত ধরে বেড়া এঁদের স্বভাব। আপনার দোষ বা খুঁত সকলের সামনে সমালোচনা করেন। কাজ, কথা বলার ধরন, খাওয়া দাওয়ার ধরন, ফোন কিংবা মেসেজ লেখাতেও খুঁত ধরেন। ফোন করলে ক্ষোভ প্রকাশ করেন, না করলেও ক্ষোভ প্রকাশ করেন। সকলের সামনে আপনার ভুল নিয়ে ঠাট্টা করেন। এমনকি আপনার পোশাক, সাজগোজ নিয়ে ঠাট্টা করেন।
সব দোষ আপনার ঘাড়ে চাপান
নিজে ভুল করেও আপনার ঘাড়ে দোষ চাপিয়ে দেন। এবং সামান্য ভুলে ভয়ঙ্কর চেঁচামিচি করেন। নিজের যে কোনও ভুল বা কাজ পণ্ড হয়ে গেলেও আপনাকে দোষী সাব্যস্ত করেন। আপনি প্রতিবাদ করলে আরও চেঁচান আর প্রতিবাদ না করলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেন।
আপনার প্রিয় মানুষদের সহ্য করতে পারেন না
আপনার প্রিয় বন্ধু, আত্মীয় স্বজন কিংবা অফিসের যে সব সহকর্মীদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক তাঁদের সহ্য করতে পারেন না আপনার উদ্ধত সঙ্গী। চেষ্টা করেন আপনার সঙ্গে তাঁদের ঝগড়া বাঁধিয়ে দেওয়ার। তাঁদের সামনে আপনার অযথা নিন্দা করেন। এমনকি তাঁদের সম্পর্কেও আপনার কাছে মন্দ কথা বলেন। উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরির করার চেষ্টা চালিয়ে যান। পরে খতিয়ে দেখলেন যে হয়তো সবই মিথ্যে কথা। ধরা পড়ার পরেও কিন্তু উদ্ধত ব্যক্তিদের স্বভাবের কোনও পরিবর্তন হয় না। আপনাকে সকলের থেকে আলাদা করে একা করে দেওয়ার চেষ্টা চালিয়ে যান ক্রমাগত।
আপনাকে উস্কাতে থাকে
কোনও কারণে আপনাকে মনমড়া বা বিপদগ্রস্ত দেখলে আরও উস্কাতে থাকেন উদ্ধত ব্যক্তিরা। আপনার স্পর্শকাতর দিকগুলিকে বারবার আঘাত করেন। হয়তো মন খারাপের সময় নিজের কোনও গোপন কথা বলে ফেলেছেন পরে সেগুলি নিয়ে ঠাট্টা করেন বা আপনাকে আঘাত করেন। আপনাকে বিরক্ত হতে দেখলেও ক্রমাগত প্রশ্ন করতে থাকেন। আপনার সম্পর্কে নানা গুজব রটাতে থাকেন। লোকে ভাবে সমস্যা আপনার মধ্যে রয়েছে।
অভদ্র আচরণে সিদ্ধহস্ত
প্রায় সকলের সঙ্গেই এঁরা অভদ্র আচরণ করে থাকেন। আপনার আচরণ যেমন নিয়ন্ত্রণ করেন তেমনই যেখানে যাঁর সঙ্গে দেখা হয় তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকেন। গার্হস্থ্য জীবনে মারধর, অশান্তি এঁদের কাছে স্বাভাবিক ঘটনা। কোনও রোম্যান্টিক, বন্ধুত্ব বা কাজের সম্পর্ক টিকিয়ে রাখতে পারেন না। তাঁদের নিজের অন্য পরিচিত লোকেদের সঙ্গে পরিচয় করাতে আপনিও বিব্রত হয়ে পড়েন।
বিনা কারণে কিছু করেন না
উদ্ধত ব্যক্তিরা বিনা কারণে কিছু করেন না। কোনও কাজের বদলে কিছু না কিছু চান। নিজের লাভ না থাকলে কোনও কাজেই হাত দেন না তাঁরা। আর পরিবর্তে কিছু না পেলে অশান্তি শুরু করে দেন। দ্বিতীয়বার সেই ব্যক্তিকে উপকার করার চেষ্টাও করেন না।
নাটক করতে ওস্তাদ
ছোটোখাটো ব্যাপার নিয়ে চেঁচামিচি করে, লোককে জানিয়ে কান্নাকাটি করে পরিবেশকে বিরক্তিকর করে তোলেন। অন্যের মনোযোগ পেতে সদা উদগ্রীব থাকেন তাঁরা। সবকিছুর মধ্যে নিজেকেই মধ্যমণি করার প্রবণতা থাকে তাঁদের। সঙ্গীর কোনও ব্যক্তিগত ছবি তুলে লোকের সামনে ঠাট্টা করতে ভালোবাসেন।
ভয় দেখাতে ভালোবাসেন
ছোটোখাটো ব্যাপার নিয়েই সঙ্গীকে ভয় দেখাতে বা আতঙ্কগ্রস্ত করে তুলতে ভালোবাসেন। কর্মস্থলে যে কোনও বিষয় নিয়েই ভুল বুঝিয়ে সবসময় আপনার মনে ভয় ঢুকিয়ে দেন। ভয় বা আতঙ্কের কারণে সঙ্গী ভুল কিছু করে ফেললে তা নিয়ে সকলের সামনে ঠাট্টা করেন।
বেজায় হিংসুটে
যে কোনও ব্যাপারেই সঙ্গীকে বেজায় হিংসে করেন উদ্ধত ব্যক্তিরা। আপনাকে খুশি দেখলেই যে কোনও উপায়ে আপনার মন খারাপ করে দিতে ওস্তাদ তাঁরা।
ভীষণ মুডি
কথায় কথায় তাঁদের মুড পরিবর্তন হয়ে যায়। এই ভালো তো এই খারাপ। তাঁদের মন বুঝে না চললে অশান্তি শুরু করে দেন। লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেন। নিজের খারাপ ব্যবহারের জন্য কখনওই দুঃখিত হন না।
‘না’ শুনলেই চটে যান
তাঁদের কারও কোনও কাজে মানা করলে বেজায় চটে যান। নিজে সকলকে ‘না’ বলতে এক্সপার্ট হলেও অন্যে কেউ না বললেই ভীষণ খেপে যান। তা সে দেখা করা হোক বা অন্য কোনও প্ল্যান।
নেতিবাচক মনোভাব
যে কোনও কথার পৃষ্ঠেই নেতিবাচক কথা বলেন উদ্ধত ব্যক্তিরা। যে কোনও কাজেই বাধা দিতে ওস্তাদ তাঁরা।
সঙ্গীকে বদল করার চেষ্টা
সঙ্গীকে সবসময় বদলানোর চেষ্টা করতে থাকেন তাঁরা। সঙ্গীর পোশাক, খাবার, সাজগোজ, বেড়াতে যাওয়া, সিনেমা দেখার সমস্ত রকম অভ্যাস পরিবর্তন করে নিজের পছন্দমতো করে তোলার চেষ্টা করতে থাকেন উদ্ধত ব্যক্তিরা। মানে এক কথায় নিজের কর্তৃত্ব ফলানোর যাবতীয় চেষ্টা চালিয়ে যান এঁরা।
**উপরের স্বভাবগুলি আপনার কোনও সঙ্গী, বন্ধু বা সহকর্মীর মধ্যে দেখলে তাঁকে এড়িয়ে চলতে শুরু করুন। এঁরা জীবনে প্রবেশ করা মানে সবকিছু তছনচ হয়ে যাওয়া। এঁদের নিজেদের প্রতি এতটাই বিশ্বাস থাকে যে নিজের দোষ তো দেখতেই পান না এমনকি তাঁদের ভুল ধরিয়ে দিতে গেলে আরও অশান্তি করেন। এঁদের কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়ার একরকম অসম্ভব। তাই নিজেকে বাঁচানোর একমাত্র উপায় এঁদের নিজের জীবন থেকে একেবারে আলাদা করে দেওয়া।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-14 19:08:56
Source link
Leave a Reply