হাইলাইটস
- স্বামীর থেকে আপনি কী চান তা আগে নিজের কাছে জানুন।
- হয়তো আপনি যা ভাবছেন আপনার স্বামী সেই ভাবে ভাবছেন না
তাই বাড়ি গোছানোর বেশিরভাগ দায়িত্বটা পড়ল তার ঘাড়েই। এদিকে সম্রাট যেন এসব থেকে দূরে থাকতে পেরে মনে করল বেঁচে গেল। কয়েকদিন পর তানিয়া দেখল কাজ ভাগাভাগি তো দূরের কথা কোনও কাজেই সম্রাট তেমন হাত লাগায় না। এই নিয়ে মাঝেমধ্যেই দুজনের ঝামেলা হত। কিন্তু একদিন সামান্য কাজ নিয়েই দুজনের মধ্যে ভীষণ রকম ঝামেলা হল। কথা বন্ধ দুদিন ধরে। বরেদের বিরুদ্ধে এই অভিযোগ অনেকেই করেন। কোনও কাজে সাহায্য করে না, উপরন্তু কাজ বাড়িয়ে দেয়। তবে আজকাল অনেক ছেলেই কিন্তু ভীষণ cooperative। নানা ভাবে স্ত্রীদের সাহায্য করেন। তাই এরকম সমস্যা হলে কিছু প্রশ্ন অবশ্যই নিজেদের সামনে রাখুন। যেমন-
আপনি কি একটু বেশিই চিন্তা করে ফেলছেন- স্বামীর সঙ্গে আপনার কয়েকদিনের আলাপ নয়, দীর্ঘ কয়েক বছরের পরিচয়। ফলে তাঁর আচার আচরণ সবই আপনার জানা। এছাড়াও আপনারা একেবারেই যে একসঙ্গে সময় কাটাননি তাও নয়। তাহলে কি আপনি একটু বেশিই বএবে ফেলছেন? সমস্যা হলে সরাসরি স্বামীর সঙ্গে কথা বলুন।
নিজেকে প্রশ্ন করুন- স্বামীর থেকে আপনি কী চান তা আগে নিজের কাছে জানুন। হয়তো আপনি যা ভাবছেন আপনার স্বামী সেই ভাবে ভাবছেন না। আপনি নিজের দায়িত্বে সব কাজ করে যান, সেই কারণে তিনি নিশ্চিন্তে থাকছেন। আপনি সাহায্য চাইলে যে তিনি সাহায্য করবেন না এমন কিন্তু নয়। তাই বিষয়টি নিয়ে বসে কথা বলুন। অযথা মাথা গরম করবেন না।
একসঙ্গে আলোচনা করে কাজ করুন- সংসারটা দুজনের, আর তাই প্রথম থেকেই সব কিছু একার ঘাড়ে নেবেন না। যা করবেন দুজনে মিলে আলোচনা করে করুন। তা বাড়ি ভাড়া হোক কিংবা ইন্টারনেটের বিল-এতে সমস্যা কম হবে। এছাড়াও একজন ইলেকট্রিক বিল বা অন্যান্য খরচ সামলালে আরেক জন বাকি দিকগুলো দেখুন। এভাবেই কিন্তু দুজনের মধ্যে সামঞ্জস্য তৈরি হবে।
কথায় কথায় ঝামেলা নয়- কথায় কথায় একে অন্যের সঙ্গে ঝামেলা করবেন না। বরং দুজনে মিলে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করুন। একসঙ্গে সময় কাটান। রান্না করুন। ঘুরতে যান। দেখবেন মন ভালো থাকবে। সেই সঙ্গে একে অপরকে বুঝতে হবে। একন ছেলে ও মেয়েদের কাজের চাপ সমান। ফলে মেয়েরাই বাড়ির কাজ সামলাবেন সেই দিন এখন আর নেই।
কাউন্সিলরের কাছে যান- যদি দেখেন যে দিনের পর দিন সমস্যা বাড়ছে, কোনও ভাবেই সমাধান হচ্ছে না তাহলে অবশ্যই কাউন্সিলরের কাছে যান। কথা বলুন। দেখবেন নিজেদের মধ্যেকার সমস্যা ধীরে ধীরে কেটে যাচ্ছে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-14 18:16:49
Source link
Leave a Reply