হাইলাইটস
- অনেকে সাপ দেখলেও হয়তো ততটা ভয় পান না, আরশোলা একটা দেখলে তার দ্বিগুণ ভয় পান।
- Cockroaches আপাত দৃষ্টিতে নিরীহ গোছের সাধারণ মনে হলেও এটি কিন্তু অত্যন্ত ক্ষতিকর।
- কেননা, Cockroaches ময়লা আবর্জনা থেকে উঠে আপনার সারা ঘরময় ঘুরে বেড়ায়।
আরশোলা পায়ের সঙ্গে নানা ক্ষতিকর রোগ-জীবাণু নিয়ে ঘুরে বেড়ায়। রান্নাঘরে Cockroaches বাসা করলে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ে খাবারে। তাই ঘর-বাড়ি থেকে Cockroaches দূর করা অত্যন্ত জরুরী। বাড়িতে আরশোলার-মুক্ত করতে বাজারে একাধিক রাসায়নিক যুক্ত স্প্রে ব্যবহার করে থাকেন। কিন্তু তা সত্ত্বেও বাড়ি থেকে Cockroache-এর উপদ্রব চিরতরে বন্ধ করা যায় না। কী করলে আরশোলা-মুক্ত করবেন আপনার বাড়ি? জেনে নিন…
চিনি ও বেকিং সোডার ব্যবহার করুন: বেকিং সোডার গন্ধ আরশোলা একেবারেই সহ্য করতে পারে না। তাই, সমপরিমাণ চিনি আর বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে বাড়ির সমস্ত কোনায় কোনায় ভালো করে ছড়িয়ে দিন। চিনির গন্ধে আরশোলা আকৃষ্ট হয়ে বেকিং সোডা মিশ্রিত চিনি খেয়ে মরে যাবে। তবে, এর জন্য রোজ ব্যবহার করতে হবে না হেকিং সোডা। সপ্তাহে দু’ দিন করে অন্তত তিন সপ্তাহ এই পদ্ধতিটি কাজে লাগাতে পারলে আরশোলার উপদ্রব থেকে একেবারে মুক্তি পাওয়া যাবে।
Boric পাউডার ব্যবহার করুন: Boric পাউডার মূলত একধরণের অ্যাসিডিক উপাদান। এটি পোকামাকড়ের উপদ্রব কমাতে সহায্য করে। আরশোলার উপদ্রবও বন্ধ করার ক্ষেত্রেও Boric পাউডারের ব্যবহার করা চলে। কেমন করে ব্যবহার করবেন এই পাউডার? দেখে নিন
১ চামচ Boric পাউডার, ২ চামচ ময়দা বা আটা আর ১ চামচ কোকো পাউডার-সবএক সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েবাড়ির সব কোনায় কোনায় ছড়িয়ে দিন। আরশোলা ময়দা বা আটা আর কোকো পাউডারে মিশ্রণে আকৃষ্ট হয়ে Boric পাউডার খেয়ে মারা পড়বে। সপ্তাহে তিন বা চার দিন করে অন্তত দু’ সপ্তাহ এই পদ্ধতিটি ব্যবহার করতে পারলে আরশোলার উপদ্রব থেকে একেবারে মুক্তি পাওয়া যাবে।
তেজপাতার ব্যবহার: Cockroache তাড়ানোর সবচেয়ে সহজ ও সস্তা উপাদান হল তেজপাতা। তেজপাতার তীব্র গন্ধ আরশোলা একেবারেই সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়ো করে বাড়ির সব কোনায় কোনায় ছড়িয়ে দিন। সপ্তাহে অন্তত দু’দিন বা তিন দিন এই ভাবে তেজপাতা গুঁড়ো ছড়িয়ে দিতে পারলে আরশোলার উপদ্রব থেকে একেবারে মুক্তি পাওয়া যাবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-14 10:25:55
Source link
Leave a Reply