হাইলাইটস
- কানাডার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক স্টিনসন প্রায় ১,৯০০ জনের উপর এই সমীক্ষা চালান।
- যাঁরা বিশ্ববিদ্যালয় শেষ করে সবে চাকরি জগতে প্রবেশ করেছেন
পাক্কা দেড় বছরের বন্ধুত্বের পর ওরা বুঝতে পারল সম্পর্কটা বন্ধুত্বের থেকে একটু বেশি এবং এটাকে এবার প্রেমের দিকে ঠেলা যেতেই পারে। শুধু সায়ক-ঞদ্ধিমা নয়, এরকম আরও অনেক যুগলের প্রেম কাহিনি ছড়িয়ে রয়েছে আমাদের আশপাশে। আর গবেষণা বলছে, এখনকার অধিকাংশ দম্পতিরই প্রেম শুরু হয় এই বন্ধুত্ব থেকে। সোশ্যাল সাইট থেকে আলাপ হলেও কিন্তু প্রত্যেকে নিজেদের সামাজিক ও অর্থনৈতিক স্ট্যাটাস যাচাই করে নিতে চান। প্রত্যেকের চাহিদা, জীবনের লক্ষ্য, কেরিয়ার নিয়ে ভাবনা- সম্পর্কে কিন্তু এগুলোই এখন মুখ্য। যদি দেখা যায় যে সব কিছু নিয়ে দুজনে মানিয়ে নিতে পারবেন তবেই তাঁরা সম্পর্কের দিকে এগোচ্ছেন।
কানাডার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক স্টিনসন প্রায় ১,৯০০ জনের উপর এই সমীক্ষা চালান। যাঁরা বিশ্ববিদ্যালয় শেষ করে সবে চাকরি জগতে প্রবেশ করেছেন। তাঁরা প্রেম, রোম্যান্স এসবকে কীভাবে দেখেন তা যেমন জেনেছেন তেমনই বিয়ে নিয়েও এই জেনারেশনের কী ভাবনা তাও তাঁরা জেনেছেন। এমনকী সকলেই তাদের প্রাক্তণ প্রেম প্রসঙ্গেও জিজ্ঞেস করা হয়েছিল। তবে ৬৮ শতাংশই সেই সমীক্ষায় জানিয়েছেন, তাঁরা শিক্ষা এবং মানসিক দিক দিয়ে মিল পেলে তবেই সম্পর্কে এগোনোর কথা ভাবছেন। এছাড়াও ৮৫ শতাংশ দম্পতি জানিয়েছেন, তাঁদের দাম্পত্য প্রেমের গল্প শুরু হয়েছিল বন্ধুত্ব থেকেই। হাতে হাত ধরে হাঁটা, প্রথম ঘুরতে যাওয়া, যৌনতা, পরিবারের সঙ্গে আলাপ সবকিছু নিয়েই কিন্তু তাঁরা বন্ধুত্বের পথে এগিয়েছেন।
কিন্তু কীভাবে তাঁরা বন্ধুত্বের পথে এগোলেন?
প্রথম থেকেই তাঁরা যে রোম্যান্টিক সম্পর্কে এগোবেন এরকম কিছু কিন্তু তাঁরা ভাবেননি। বরং তাঁদের রাজনীতি, অর্থনীতি নিয়ে অনেক বেশি কথা হত। পড়াশোনা, গবেষণা নিয়ে কথা হত। কিন্তু মাঝে মধ্যে তাঁদের আলোচনা তর্কে গিয়ে পৌঁছত। প্রথম থেকে তাঁরা কেউ কোনওদিন ভাবেননি যে একদিন একে অন্যের প্রতি আকৃষ্ট হতে পারেন। ছেলেদের মধ্যে প্রেম মানেই ছিল যৌনতা। এখনও অনেক ছেলে ভাবেন, প্রেমের মুখ্য উদ্দেশ্যই হল যৌনতা। তবে অনলাইনের সেই সব বন্ধুত্বই পরবর্তীতে এগিয়েছে বিয়ের দিকে। এককালের চ্যাটবক্সের বন্ধুই এখন তাঁর স্ত্রী এরকম ঘটনাও অনেক ঘটছে। সব প্রেমই কলেজ কিংবা অফিস থেকে শুরু হয় না। প্রচুর প্রেমের শুরুয়াৎ এখন ফেসবুকেই।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-13 18:51:25
Source link
Leave a Reply