অ্যাসপিরিন সাধারণত ব্যথানাশক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। প্রাথমিক চিকিৎসার ওষুধ হিসেবে প্রায় সব ঘরেই অ্যাসপিরিন রাখা হয়। এটি ব্যথা ও ব্রণ কমাতে কাজ করে। হালকা জ্বর থাকলে, সেটি কমাতেও কাজ করে অ্যাসপিরিন। এ ছাড়া গবেষণায় বলা হয়, নিয়মিত অ্যাসপিরিন সেবন হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
তবে ব্যথানাশক বিষয় ছাড়াও বিভিন্ন সমস্যার সমাধানে অ্যাসপিরিন ব্যবহার করা যায়। মজার বিষয় হলো এটি চুলেও ব্যবহার করা যায়। বিশেষজ্ঞরা বলেন, অ্যাসপিরিন চুলের খুশকি কমাতেও কাজ করে।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।
অ্যাসপিরিনের গুরুত্বপূর্ণ উপাদান হলো স্যালিসাইলিক এসিড। এর মধ্যে রয়েছে আর্দ্র রাখার উপাদান। এটি খুশকির বিরুদ্ধে খুব ভালোভাবে কাজ করে।
১। দুই থেকে তিনটি অ্যাসপিরিন গুঁড়ো করুন।
২। একে আপনার শ্যাম্পুর সঙ্গে মেশান।
৩। চুলে শ্যাম্পু দিয়ে কয়েক মিনিট রাখুন। এরপর চুল ধুয়ে ফেলুন। এভাবে ব্যবহার করলে খুশকি দূর হবে। তবে যে কোনো ওষুধ ত্বকে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-13 11:25:13
Source link
Leave a Reply