হাইলাইটস
- করোনা তৃতীয় তরঙ্গও আসবে। দ্বিতীয়তেই শেষ নয় লড়াই!
- Covid-এর তৃতীয় ঢেউ ঠিক কবে আছড়ে পড়তে চলেছে, তা নিয়ে মানুষের মনে আশঙ্কা এবং প্রশ্ন চলছে।
- সংক্রমণের আশঙ্কা কাদের বেশি, ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি আর কী কী করলে এই মারণ সংক্রমণের সঙ্গে লড়াই করা সম্ভব-এ সব প্রশ্ন মনের মধ্যে উঁকি দিচ্ছে।
এর মধ্যে ভারতের শীর্ষ স্থানীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) করোনা নিয়ে সতর্কবাণী দিয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির কাছে আবেদন জানায় যাতে কোনও ভাবেই COVID বিধি নিষেধ পালনে কোনও ঢিলেমি না দেওয়া হয়। IMA-র তরফে দাবি করা হয়, Covid Third Wave খুব শীঘ্রই আছড়ে পড়তে চলেছে দেশের উপর। সচেতনতার মাধ্যমে এর ভয়াবহতা কমানো যেতে পারে।
IMA সতর্ক করে দিয়েছেন, ভারত সবে মাত্র তৃতীয় ঢেউয়ের বিভীষিকা কাটিয়ে উঠছে ধীরে ধীরে। চিকিত্সক মহল এবং রাজনীতিবিদরা মিলে এই ঢেউকে ঠেকাতে পেরেছে। তবে তৃতীয় ঢেউ শীঘ্রই আসছে। এই আবহে পর্যটকদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। তীর্থের ক্ষেত্রেও অনেক বেশি কড়াকড়ি থাকতে হবে।
IMA-এর মতে, ধর্মীয় জমায়েতের মতো সুপার স্প্রেডার ইভেন্টগুলিকে থামাতে হবে। পাশাপাশি পর্যটকদের জমায়েত রুখতে হবে। Covid রুখতে দেশজুড়ে ইতিমধ্যেই ভ্যাকসিন পেয়ে গিয়েছেন। তার পরেও তৃতীয় ঢেউয়ের ব্যাপকতা কতটা হতে পারে? IMA-এর মতে, আগামী ৩ মাস ভ্যাকসিন কর্মসূচি চালিয়ে যাওয়া ও কড়া হাতে Covid প্রটোকল মেনে চললে এই ঢেউয়ের ক্ষমতা কিছুটা কমানো যেতে পারে। এইনিয়ে কেন্দ্রকে চিঠি দিয়ে জমায়েত ঠেকানোর অনুরোধও করেছে IMA।
সম্প্রতি দেখা গিয়েছে উত্তরাখণ্ড সরকার করোনা বিধিনিধেষ কিছুটা শিথিল করতেই সেখানকার পর্যটন স্থানগুলিতে মানুষের ঢল নেমেছে। এনিয়ে তোলপাড় হয় নেট দুনিয়া। এনিয়ে আইএমএর বক্তব্য, পর্যটকদের জমায়েত, ধর্মীয় অনু্ঠান সবই হবে কিন্তু তার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। টিকাকরণ ছাড়াই ওই ধরনের অনুষ্ঠানে মানুষকে ছেড়ে দিলে তা তৃতীয় ঢেউয়ের সুপার স্প্রেডার হয়ে উঠবে।
সম্প্রতি এসবিআই রিসার্চের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, টিকাকরণই একমাত্র পথ এই সংক্রমণ থেকে বাঁচার। এর পাশাপাশি আমাদের এটাও মনে রাখা দরকার যে, দ্বিতীয় ঢেউয়ের থেকে প্রায় ১.৭ গুণ বেশি মারাত্মক হতে চলেছে Covid Third Wave। আমাদের দেশে এখনও পর্যন্ত ৪.৬ শতাংশ মানুষের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে। টিকার প্রথম ডোজ পেয়েছেন ২০.৮ শতাংশ মানুষ। যদি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে আমাদের দেশ টিকাকরণের দিক থেকে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-13 08:08:51
Source link
Leave a Reply