হাইলাইটস
- উৎসব মানেই মিলনক্ষেত্র।
- আর এই উৎসবের রেশ ধরেই একে অপরের সঙ্গে যোগাযোগ।
- নতুন বন্ধু পাওয়া
কর্মসূত্রে আজ কত বছর বাড়ির বাইরে। পুজো, ভাইফোঁটা, বিয়েবাড়ি কত দিন এসব কিছুর স্বাদ পায়নি সে। কতদিন নিমকি, জিবেগজা এসব খাওয়ার স্বাদ পায়নি সে। শর্মির ইন্সটিটিউতেই পড়াশোনা করত পল্লব। একই ল্যাব না হলেও একে অপরকে ওরা চিনত। তার উপর দুজনেই যখন একই জেলার বাসিন্দা তখন আর আলাপ জমতে বেশি সময় লাগেনি। আপাতত ভাবনা চিন্তা মুলতুবি রেখে কাজে মন দিল শর্মি। ঠিক তার কিছুক্ষণ পরই ফোনে টুংটাং। দেখল পল্লবের টেক্সট। কাজ শেষ হলে যেন অবশ্যই তার বাড়ি থেকে একবার ঢুঁ মেরে যায়। কাজ শেষে যখন পল্লবের ফ্ল্যাটে উপস্থিত হল তখন আয়োজন দেখে শর্মির চক্ষু ছানাবড়া। বাড়িতেই ভীষণ সুন্দর করে সাজিয়ে জগন্নাথের পুজোর আয়োজন করেছে পল্লব। আর প্রসাদে লুচি, পায়েস, খিচুড়ি, মিষ্টির সঙ্গে শর্মির প্রিয় পাঁপড় আর গজাও রয়েছে।
দূর দেশে বসে বিকেলের এমন অলীক কল্পনা যে এক লহমায় সত্যি হয়ে যাবে ভাবতেও পারেনি সে। শুধু মনের মতো খাওয়া-দাওয়াই নয়। অনেক নতুন বন্ধু পেল সে। একপ্রস্থ চা-জিলিপির আড্ডার পর বসল গানের আসর। নিজেদের মতো করে ঘরোয়া মজলিশও দারুণ উপভোগ করল শর্মি। সব মিলিয়ে জমজমাট তাদের দূরদেশের রথের মেলা। সেখান থেকেই ওরা সকলে মিলে ঠিক করল প্রতি সপ্তাহে এমন করে যদি গেট টুগেদারের যদি আয়োজন করা যায় তাহলে কেমন হয়! গল্প গুজবও হবে সেই সঙ্গে নিজেদের বন্ধুত্বটাও থাকবে। বিদেশ বিভুঁইয়ে এমন নিজের লোক, নিজের উৎসব পালন করতে পারলে কার না ভালো লাগে।
আসলে উৎসব এমনই। উৎসব মানেই মিলনক্ষেত্র। আর এই উৎসবের রেশ ধরেই একে অপরের সঙ্গে যোগাযোগ। নতুন বন্ধু পাওয়া। কাছের মানুষদের আরও কাছে পাওয়া। পুজো, পার্বণ একটা উপলক্ষ্য মাত্র। সঙ্গে উপরি পাওনা খাওয়া দাওয়া, নতুন পোশাক আর উপহার। সেই সঙ্গে হাতে হাত মিলিয়ে সব দায়িত্ব একসঙ্গে ভাগ করে নেওয়া। উৎসবের মধ্যে দিয়েই তৈরি হয় কত সম্পর্ক। পরিণতি পায় প্রেম। লকডাউনে সেই একসঙ্গে মিলন উৎসবের সুযোগ না থাকলেও স্মৃতিগুলো বেঁচে থাকুক মনে। মনের কথা বিনিময়ের মধ্যে দিয়েই গড়ে উঠুক নতুন যোগাযোগ। বাড়ুক ভালোবাসা।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-12 19:05:34
Source link
Leave a Reply