অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে মানব শরীরে নতুন একটি নোভেল এইচআইভি টিকা দেয়া শুরু হচ্ছে। টিকাটির নাম HIV-CORE 0052। এই ট্রায়ালের উদ্দেশ হল HIVconsvX টিকার নিরাপত্তা, সহনশীলতা এবং প্রতিরোধ ক্ষমতা মূল্যায়ন করা। এই টিকাটি মূলত এইচআইভি-১ ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করবে। তবে এটা সম্ভাব্যভাবে যে কোনও ভৌগোলিক পরিবেশের HIV স্ট্রেইনের জন্য কার্যকর হবে। এই ট্রায়ালটি ইউরোপিয়ান এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ (ইএভিআই২০২০)’র একটি অংশ।
অধিকাংশ HITV টিকা অ্যান্টিবডি তৈরি করে বি-সেল ব্যবহার করে। HIVconsvX ইমিউন সিস্টেমের ক্ষমতা বাড়িয়ে দেয়, প্যাথোজেন টি-সেল নষ্ট করে। ডা. পাওলো, জেনের ইন্সটিটিউট, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড’র সিনিয়র ক্লিনিক্যাল রিসার্চার এবং এই ট্রায়ালের প্রধান তদন্তকারী বলেন, HIV-এর বিরুদ্ধে সুরক্ষা অর্জন করা খুবই চ্যালেঞ্জিং। এটা গুরুত্বপূর্ণ যে আমরা ইমিউন সিস্টেমের অ্যান্টিবডি এবং টি-সেল আর্মস উভয়ের প্রতিরক্ষামূলক সক্ষমতাকে কাজে লাগাচ্ছি। বর্তমানে এইচআইভি প্রতিরোধ মোটা দাগে আচারণগত ও বায়োমেডিক্যাল কিছু পদক্ষেপের উপর নির্ভর করছে। খৎনা করা, কনডমের ব্যবহার, এন্টিরেট্রোভাইরাল ড্রাগস এসবের মধ্যে উল্লেখযোগ্য।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-12 18:34:47
Source link
Leave a Reply