হাইলাইটস
- Covid-এর নয়া প্রজাতিগুলিকে আর কোনও দেশের নামে ডাকা হবে না।
- এবার থেকে গ্রিক অক্ষরে করোনা নয়া স্ট্রেনগুলিকে চিহ্নিত করা হবে বলে জানাল WHO।
- গ্রিক অক্ষরে Covid-19 ভ্যারিয়েন্টের নামকরণ করছে WHO।
সংস্থার মতে, করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টগুলির বিজ্ঞানসম্মত নাম মনে রাখা ও উচ্চারণ করা অত্যন্ত কঠিন। আবার যে স্থানে এই ভাইরাসটি প্রথম ধরা পড়েছিল, সেই স্থানের নামে এদের নামকরণ করলে তা হবে, ‘কলঙ্কজনক ও বৈষম্যমূলক’।
উল্লেখ্য, Coronavirus অতিমারী শুরুর পর থেকেই এশীয় নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলিতে এশীয়ার ব্যক্তিদের উপর আক্রমণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 146%। সান বার্নারডিনোর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর দ্য স্টাডি অফ হেট অ্যান্ড এক্সট্রিমিসমের তরফে একটি সমীক্ষায় এমনই জানা গিয়েছে।
মে মাসের শেষের দিকে WHO-এর তরফে টুইটারে জানানো হয়েছে যে, ‘আজ কোভিড 19 ভ্যারিয়েন্টের নয়া নামকরণ পন্থা ঘোষণা করেছে হু। গ্রিক অক্ষরের ভিত্তিতে এই ল্যাবেলগুলি ঠিক করা হয়েছে (যেমন- আলফা, বিটা, গামা ইত্যাদি) যা খুব সহজ, মনে রাখা ও উচ্চারণ করা যায়।’
তবে এ-ও জানানো হয়েছে যে, প্রচলিত বিজ্ঞানসম্মত নাম, যা গুরুত্বপূর্ণ তথ্য বহন করে ও গবেষণার কাজে ব্যবহৃত হবে, তাকে এই লেবেলগুলি প্রতিস্থাপিত করে না। কোভিড 19 ভ্যারিয়েন্টকে তাঁর উৎপত্তিস্থানের নামে নামকরণ করা কলঙ্কপূর্ণ ও বৈষস্যমূলক। এই নয়া নামকরণ ব্যবস্থার সাহায্য নেওয়া হয়েছে। এমনকি যে কোনও রোগকে ব্যক্তি বা প্রাণীর নামে নামকরণ না-করার বিষয়ে 2015 সালে একটি নির্দেশিকা জারি করে WHO। গ্রিক অক্ষর বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে উদ্ভিদের নাম, হারিয়ে যাওয়া ধর্ম, ফল, নতুন শব্দ ইত্যাদি বিবেচিত হত।
ভারতে প্রথম হদিশ মেলা ডবল মিউট্যান্ট B.1.617 স্ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’। অক্টোবরেই ভারতে হদিশ মেলা আরও একটি করোনার প্রজাতি B.1.617.1 স্ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘কাপ্পা ভ্যারিয়েন্ট’।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-12 15:05:30
Source link
Leave a Reply