হাইলাইটস
- Covid থেকে সেরে ওঠার পর সংক্রমিতদের শরীরে হানা দিচ্ছে আরও এক নতুন ভাইরাস।
- Cytomegalovirus Corona থেকে সেরে যাওয়ার পরেও রোগীর শরীর থেকে বিদায় নিচ্ছে না।
- আর সেই কারণেই বিশেষজ্ঞদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ।
- দিল্লির স্যার গঙ্গারাম হাসাপাতালে বেশ কয়েক জন Covid রোগীর শরীরে এই সাইটোমেগালোভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে।
স্যার গঙ্গারাম হাসপাতালের অধ্যাপক, অনীল অরোরা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এপ্রিল-মে মাসে Covid-এর দ্বিতীয় ঢেউ চলাকালীন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ জন। যাঁদের পেটে ব্যথা, মলদ্বার দিয়ে রক্ত পড়ার মতো লক্ষণ দেখা যায় । এই ৫ জন রোগীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। যে সব Covid রোগীকে স্টেরয়েড বা অন্যান্য অ্যান্টি-ইনফ্লেমেটারি ড্রাগ দেওয়া হয়েছে তাঁদের জন্য এই ভাইরাসের ঝুঁকি থাকছে।
কী এই Cytomegalovirus?
মূত্র, রক্ত বা লালারস পরীক্ষা করেই Cytomegalovirus-এর উপস্থিতি টের পাওয়া যেতে পারে। তবে, সুস্থ সবল মানুষের ক্ষেত্রে এই ভাইরাস খুব বেশি ভয়ের নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁদের ক্ষেত্রে এটি প্রাণঘাতী হতে পারে। এটি রক্ত, মূত্র, লালারসের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।
Cytomegalovirus-এর উপসর্গ কী কী?
চিকিৎসকদের মতে, Cytomegalovirus ভাইরাসের লক্ষণগুলি হল, জ্বর, গলা ব্যথা, গায়ে-হাতে-পায়ে ব্যথা, ক্লান্তি, ত্বকের সমস্যা দেখা দেওয়া। বিশেষজ্ঞদের মতে, রোগীর শরীরে রোগপ্রতিরোধক ক্ষমতা ভালো থাকলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কোনও চিকিৎসা ছাড়াই সুস্থ হওয়া যায়। আর যদি কোনও রোগীর রোগপ্রতিরোধক ক্ষমতা দুর্বল হয় তাহলে ফুসফুস, চোখ, কিডনি, লিভার, মস্তিষ্কে প্রভাব পড়তে পারে। কিছু রোগীর ক্ষেত্রে ডায়রিয়া বা মলদ্বার দিয়ে রক্ত বেরোনোর লক্ষণও দেখা দেয়। এই লক্ষণগুলি খুব মারাত্মক হতে পারে।
চিকিৎসকদের মতে, Cytomegalovirus বা সিএমভি (CMV) নতুন কোনও ভাইরাস নয়। এটা ইতিমধ্যেই ভারতে ৮০% – ৯০% জনসংখ্যার মধ্যে উপস্থিত। এটা একটি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। বিশেষজ্ঞদের মতে, যাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা রয়েছে, তাদের জন্য চিন্তার বড় কারণ নয়। তবে, রোগ প্রতিরোধক ক্ষমতা যাদের কম রয়েছে, তাদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে। এই ভাইরাসের দ্বারা যে কোনও বয়সের মানুষ আক্রান্ত হতে পারে। করোনা রোগীদের স্টেরয়েড নেওয়ার কারণে, রোগ প্রতিরোধক ক্ষমতা দুর্বল হয়ে যায়। সেই সময়ে এই ভাইরাসের সংক্রমণ ঝুঁকি বাড়ায়।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-12 13:29:05
Source link
Leave a Reply