হাইলাইটস
- এইচএসভি ২ আর এক ধরনের হার্পিস।
- সাধারণত যৌন মিলনের ফলে এই হার্পিস ছড়ায়।
- তবে অনেক সময় চুম্বনের মাধ্যমেও এটি ছড়াতে পারে।
হার্পিস- সিম্প্লেক্স ভাইরাসের কারণে হার্পিস হতে পারে। একে অপরের সংস্পর্শে এলে দ্রুততার সঙ্গে এটি ত্বকে ছড়িয়ে পড়ে। হার্পিস এক ধরণের এইচএসভি-১, একে ওরাল হার্পিসও বলা হয়। চুম্বনের মাধ্যমে সহজে ছড়াতে পারে এই ওরাল হার্পিস। এর ফলে মুখ বা জননাঙ্গে ছোট সাদা বা লাল ঘা হয়। এমনকি এখান থেকে রক্ত পর্যন্ত বেরোতে পারে। হার্পিসে আক্রান্ত কোনও ব্যক্তিকে চুম্বন করলে এই ভাইরাস অপর ব্যক্তির শরীরেও সংক্রমিত হতে পারে। লক্ষণ না-থাকলেও ছড়াতে পারে এই ভাইরাস। লালা বা একই থালায় খেলে হার্পিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
এইচএসভি ২ আর এক ধরনের হার্পিস। সাধারণত যৌন মিলনের ফলে এই হার্পিস ছড়ায়। তবে অনেক সময় চুম্বনের মাধ্যমেও এটি ছড়াতে পারে। এইচএসভি ২ এর লক্ষণ ওরাল হার্পিসের মতোই। এই দুই হার্পিসই পুরোপুরি সেরে উঠতে পারে না। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে এর সামান্য লক্ষণ দেখা যায়। অ্যান্টিভাইরাল ওষুধের মাধ্যমে এর চিকিৎসা করা হয়।
সাইটোমেগালো ভাইরাস- সাইটোমেগালো ভাইরাস বা সিএমভি এমন একটি ভাইরাল সংক্রমণ, যা লালার সংস্পর্শে এলে ছড়ায়। এ ছাড়াও রক্ত, ঘাম বা স্তনেও এই ভাইরাস ছড়াতে পারে। ওরাল বা জননাঙ্গের সংস্পর্শে এলে এই সংক্রমণ ছড়ায় বলে একে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশান বলা হয়।
ক্লান্তি, গলা খুশ খুশ, জ্বর, ব্যথা, এই সংক্রমণের প্রধান লক্ষণ। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁরা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন না। হার্পিসের ওষুধের মাধ্যমেই এর চিকিৎসা করা হয়।
সিফলিস- এটি এক ধরণের ব্যাক্টিরিয়াল ইনফেকশান, যা সাধারণত চুম্বন থেকে ছড়ায় না। ওরাল বা জেনিটল সেক্সের মাধ্যমে এই রোগ ছড়ায়। সিফলিসের কারণে মুখে ঘা হয়ে যায়। চুম্বনের ফলে একে অপরের মুখে এই ব্যাক্টিরিয়া প্রবেশ করে। ডিপ বা ফ্রেঞ্চ কিসের কারণে এই ব্যক্টিরিয়া ছড়ানোর ঝুঁকি বেশি থাকে। সঠিক সময় এর চিকিৎসা না-করালে গুরুতর রোগে পরিণত হতে পারে এটি।
জ্বর, গলা ব্যথা, গলা খুশখুশ, লিম্ফ নোড ফুলে যাওয়া, চুল পড়া, শরীরে ব্যথা, ক্লান্তি, দাগ-ছোপ, পিম্পল, দুর্বল দৃষ্টিশক্তি, হৃদয় দুর্বল হওয়া, মানসিক রোগ, ব্রেন ড্যামেজ, দুর্বল স্মৃতি শক্তি এর প্রধান লক্ষণ। অ্যান্টিবায়োটিক ওষুধের মাধ্যমে এর চিকিৎসা করা হয়।
এসটিআই-র বিষয় সঙ্গীর সঙ্গে কী ভাবে আলোচনা করবেন
সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশান এমন একটি বিষয় যে সম্পর্কে নিজের সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলতে পারেন না অনেকে। তবে এই রোগ সম্পর্কে মনে কোনও প্রশ্ন থাকলে নিজের সঙ্গীর সঙ্গে নির্দ্বিধায় কথা বলুন। এমনকি সঙ্গীর সঙ্গে যৌনসম্পর্ককে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইলেও এ বিষয় তার সঙ্গে আলোচনা করুন। নিজের অনুভূতি সম্পর্কে সৎ থাকুন এবং সঙ্গীর সঙ্গে অবশ্যই কথা বুলন। আপনি নিজে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশানের শিকার হয়ে থাকলে সঙ্গীকে এ সম্পর্কে জানাতে দেরি করবেন না।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-11 19:45:12
Source link
Leave a Reply