হাইলাইটস
- রথযাত্রা শুধু বঙ্গ বা ওড়িশাবাসীর নয়, এ উত্সব এখন সব্বার।
- পুরীতে জগন্নাথের রথ, মায়াপুরে ইসকনের রথ, শ্রীরামপুরে মাহেশের রথ, হুগলিতে রাজবলহাটের রথ, বেলঘরিয়ায় রথতলার রথ, আড়িয়াদহের রথ, আদ্যাপীঠের রথ— এ সব বিখ্যাত রথ তো আছেই, তা বাদেও রথ এখন সর্বত্র।
- corona মহামারির জেরে বিশেষভাবে উদযাপন করা যাবে না RathYatra।
এই Rath Yatra-কে কেন্দ্র করে ছেলেবেলায় বিশেষ উৎসাহ ছিল। কত দিন ধরে পরিকল্পনা করে নিজের ছোট্ট কাঠের রথটিকে সাজিয়ে তোলে হত। ছোট কাঠের রথে জগন্নাথ ,বলরাম,শুভদ্রাকে নিয়ে যাওয়ার উৎসাহ ছিল অন্যরকম। তবে এযুগের কচিকাচাদের মধ্যেও কিছুটা চোখে পড়ে। রথের অন্য একটি বড় আকর্ষণ কিন্তু রথের মেলা।
রথটানাকে কেন্দ্র করে কাছাকাছি কোনও মাঠে বা পথের উপরেই যে মেলা বসে তার আনন্দ রথটানা থেকে কিছু কম নয়। ভাজা পাঁপড় ছাড়া রথের মেলা ঠিকঠাক মেজাজে জমে না! অল্প মেঘ রোদ্দুরের খেলায় , বিকেলে রথের মেলার স্টলে পাপড় ভাজা ছাড়া আমেজ জমে না রথের মেলার। আর চাই মুচমুচে Jibe Goja। করোনাকালে বাড়িতে বসে তৈরি করে ফেলুন এই রেসিপি-
উপকরণ
ময়দা (৩০০ গ্রাম )
ঘি (৪ টেবিল চামচ)
চিনির গুঁড়ো (স্বাদ অনুসারে)
নুন (স্বাদ অনুসারে)
সাদা তেল (পরিমাণ মতো)
জল (পরিমাণ মতো)
প্রণালী
স্টেপ ১
প্রথমে ময়দার সঙ্গে সামান্য নুন ও ঘিয়ের মিশিয়ে ভালো করে মেখে নিন। এমন ভাবে ময়দা মাখবেন যেন মুঠোতে ধরা যায়। তৈরি করা মন্ডটি কিছুক্ষণ পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখুন।
স্টেপ ২
জল সমেত চালের গুঁড়ো বা ময়দা ও ঘি নিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিন।
স্টেপ ৩
ময়দার মন্ডটি তিনভাগ করে নিন। প্রত্যেকটি ভাগ থেকে তিনটি করে বড় রুটির মতো বেলে নিন অর্থাৎ মোট ৯ টি রুটি তৈরি করতে হবে।
স্টেপ ৪
একটার ওপর আরেকটি রুটি রাখুন ও মাঝে ভালো করে মিশ্রণ বিছিয়ে দিন। এবার রুটিগুলো চেপে চেপে মুড়ে, রোল তৈরি করে নিন। খেয়াল রাখবেন যাতে ভিতরে কোনও হাওয়া না ঢোকে। এরপর রোলটা আধ ইঞ্চি ফাঁকা রেখে পরপর কেটে নিন। দৈর্ঘ্য বরাবর প্রত্যেকটা ফাঁক চেপে খাজার মত বানান।
স্টেপ ৫
মন্ড থেকে ছোট ছোট লেচি কেটে লম্বাটে জিবের মত বেলে নিয়ে কাটা চামচ দিয়ে গায়ে ফুটো ফুটো করে নিন। এভাবে বেশ কিছু গজা বেলে নিন। এবার কম আঁচে ডুবো তেলে প্রতিটা খাজা গাঢ় বাদামী করে আস্তে আস্তে ভেজে নিন।
স্টেপ ৬
অন্য একটা পাত্রে চিনি, এলাচ দিয়ে জল দিয়ে ভালো করে ফোটাতে শুরু করুন। ক্রমাগত নাড়তে হবে যাতে, নীচে লেগে না যায়। এই ভাবে রস তৈরি করে নিন। চিনির সিরাটা যখন বেশ ঘন হয়ে এলে আভেন বন্ধ করে নিন।
স্টেপ ৭
সরিয়ে রাখা গজাগুলো একটু ঠান্ডা হলে চিনির সিরায় দিয়ে কিছুক্ষণ পর তুলে নিন। তৈরি হয়ে যাবে আপনার লোভনীয় খাজা বা জিবে গজা একেবারে তৈরি। এয়ার টাইট কন্টেনারে ২- ৩ সপ্তাহ রেখে দেওয়া যায় এটি।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-11 16:30:16
Source link
Leave a Reply