হাইলাইটস
- যৌনতা নিয়ে সবচেয়ে বেশি ট্যাবু এখনও পর্যন্ত রয়েছে মেয়েদের মধ্যেই।
- ৬৩ শতাংশ মহিলা জানিয়েছে সম্পর্কে থেকেও
- তাঁরা নিজেদের যৌন চাহিদার কথা স্পষ্ট করে সঙ্গীকে বলতে পারেন না
সম্প্রতি একটি ডেটিং অ্যাপ ২৫০০ জনের উপর একটি সমীক্ষা চালায়। এদের প্রত্যেকেরই বয়স ছিল ২৪-৩৫ এর মধ্যে। সেখানে শহর এবং শহরতলির ছেলেমেয়ে উভয়ই ছিল। এখানে তাঁদের যৌনতা নিয়ে নানারকম প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের শেষে দেখা গিয়েছে ৫৩ শতাংশই কোনও রকম সন্তোষজনক উত্তর দিতে চাননি। জেন z- এর কাছ থেকে যৌনতা বিষয়ে সন্তোষজনক উত্তর না পেয়ে হতাশ অনেকেই। আর এই সেক্স নিয়ে সবচেয়ে বেশি অনীহা দেখা গিয়েছে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে।
আর এই যৌনতা নিয়ে সবচেয়ে বেশি ট্যাবু এখনও পর্যন্ত রয়েছে মেয়েদের মধ্যেই। ৬৩ শতাংশ মহিলা জানিয়েছে সম্পর্কে থেকেও তাঁরা নিজেদের যৌন চাহিদার কথা স্পষ্ট করে সঙ্গীকে বলতে পারেন না। তবে অনেক মেয়ে এটাও জানিয়েছেন, তাঁদের সঙ্গী দোকানে গিয়ে কন্ডোম কিনতে স্বচ্ছন্দ্য বোধ করেন না। সেক্ষেত্রে তাঁরাই তাঁদের সঙ্গীকে কন্ডোম এনে দিয়েছেন।
৫০ শতাংশ আবার জানিয়েছেন তাঁরা যে শুধুমাত্র যৌনতা শব্দটির সঙ্গে সঠিক ভাবে পরিচিত নন তাই নয়, সেই সঙ্গে যৌনরোগ বিষয়েও তেমন কোনও ধারণা নেই। সেক্সচুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন এসব বিষয়ে কিছুই জানেন না। এমন কী এই সব রোগ কীভাবে আসে সেই সম্পর্কেও কোনও ধারণা নেই।
তবে বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজেদের প্রগতিশীল মনোভাব দেখিয়েও কীভাবে এখনকার প্রজন্ম যৌনতা নিয়ে আলোচনা করতে লজ্জা পাচ্ছে তা দেখে স্তম্ভিত বিশেষজ্ঞরা।
যৌনতা, সুস্বাস্থ্য এবং শারীরিক বিষয়টি নিয়ে এই প্রজন্মের ছেলেমেয়েরা যাতে আরও বেশি সচেতন হয় সেই কারণে তাঁরা অনলাইন একটি প্রোগ্রামের ভাবনা করেছেন। যাঁর নাম তাঁরা দিয়েছেন Safe Love. কারণ যৌন স্বাস্থ্য বজায় রাখার খাতিয়েই বিষয়গুলির সঙ্গে তাঁদের পরিচয় হওয়া দরকার। সেই সঙ্গে নিজেদের মনও অনেক বেশি উদার হতে হবে। সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করতে হবে। যৌনতাকে লজ্জা কিংবা অপরাধ হিসেবে না দেখে যত ছেলে -মেয়েরা মনের দিক থেকে পরিষ্কার থাকবে তাতে সমাজেরই মঙ্গল হবে। সেই সঙ্গে বজায় থাকবে মানসিক স্বাস্থ্যও। Sex সরাসরি কথা বলতে না পারা, লজ্জা, এবং সমাজের হ্যাংওভারের জন্যই কিন্তু সুস্থ স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠে না অনেক যুগলের মধ্যে। যৌনতা নিয়ে সঠিক শিক্ষার অভাবই তাঁদের ঠেলে দেয় বিচ্ছেদের দিকে। বরং বিভিন্ন ডেটিং সংস্থার তরফে জানানো হয়েছে এরকম যত বেশি আলোচনা সভার আয়োজন করা যাবে ততই বিষয়টি উন্মুক্ত হবে এবং সকলের মধ্যে সঠিক ধারণা তৈরি হবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-11 14:32:59
Source link
Leave a Reply