হাইলাইটস
- ছোটবেলায় প্রায় সবাই খেয়ে থাকেন নানা লজেন্স, চকোলেটে ঠাসা Lollipop।
- তবে, শুধু ছোটবেলায় কেন নানা ফ্লেভারের Lollipop দেখলে তো জিভে জল আসে এখনও। কিন্তু ললিপপের একটাই দোষ মুখে দিলেই টুক করে শেষ।
- ভরপুর স্বাদ পাওয়ার আগেই যেন মুখেই মিলিয়ে যায় Lollipop।
হ্যাঁ অবাক হওয়াটাই স্বাভাবিক। এই রকম একটি Lollipop বানিয়ে দেখালেন কেরলের এই YouTuber। নাম ফিরোজ চুট্টিপারা।
ছোটবেলায় প্রায় সবাই খেয়ে থাকেন নানা লজেন্স, চকোলেটে ঠাসা Lollipop। তবে, শুধু ছোটবেলায় কেন নানা ফ্লেভারের Lollipop দেখলে তো জিভে জল আসে এখনও। কিন্তু ললিপপের একটাই দোষ মুখে দিলেই টুক করে শেষ। ভরপুর স্বাদ পাওয়ার আগেই যেন মুখেই মিলিয়ে যায় Lollipop। ফিরোজের মাথাতেও আসে এই চিন্তা। ছোটবেলার সেই নস্ট্যালজিয়া উসকে ফিরোজ তৈরি করে ফেলেছেন এই ২৫ কেজির Lollipop ! ফিরোজ জানিয়েছেন স্টিলের পাত্রে চিনির রস ও নানা ফ্লেভার মিশিয়ে তৈরি করেছেন এই বড়মাপের lollipop ।
অবশ্য lollipop বানানোর সেই ভিডিয়োটিও ইউটিউবে পোস্ট করেছেন। ৯ মিনিট ৪৮ সেকেন্ডের সেই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, YouTuber ফিরোজ এবং তার সঙ্গী একটি বড় পাত্রে চিনি ঢেলে তা জল দিয়ে ফুটিয়েছে এবং তার মধ্যে রং ও গন্ধ মিশিয়ে একটি বড় মাটির পাত্রে ঢালছেন। এছাড়াও দেখা যাচ্ছে, তার মধ্যে একটি সাদা রঙের পাইপ ঢুকিয়ে তা ঠান্ডা করার জন্য রেখে দিলেন ১২ ঘন্টা।
এর পর সেই মাটির পাত্রটি ভাঙতেই ওই ছোটো ললিপপটির একটি বড় অংশ বেরিয়ে আসে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়ো নিয়ে নেটদুনিয়ায় নেটাগরিকদের মধ্যে উৎসাহের শেষ নেই। ইন্টারনেট জুড়ে সেই ভিডিয়ো এখন Viral হয়েছে। তবে এত বড় ললিপপ কে খাবেন সেই নিয়েই প্রশ্ন উঠেছে সকলের মনে। শেয়ার ও লাইকের সংখ্যা তো সেকেন্ডে সেকেন্ড বেড়েই চলেছে। এর মধ্যে ৯৬ হাজার মানুষ পছন্দ করেছেন এই Viral Video-টি। ২৫ কেজির এই ললিপপ দেখতে নাকি দূর দূর থেকে আসছেন প্রচুর লোক।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-11 14:11:51
Source link
Leave a Reply