হাইলাইটস
- দেশ জুড়ে Covid-এর মৃত্যুর দৈনিক সংখ্যা বাড়লেও নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে।
- ২০১৯ সালের শেষ থেকে সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে এই মারণ রোগ।
- নিজের চরিত্রও বার বার পরিবর্তন করছে। বদলে যাচ্ছে Covid-এর উপসর্গও।
- দেড় বছরেরও বেশি সময়ে বদলে গিয়েছে করোনার লক্ষণও।
Covid-এর দ্বিতীয় ঢেউ আসার পর থেকেই চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে Delta ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হচ্ছে, Delta ভ্যারিয়েন্টই Covid-এর সবচেয়ে শক্তিশালী স্ট্রেন। বিশেষজ্ঞদের মতে, করোনার Delta ভ্যারিয়েন্টের হাত থেকে কিছুটা রেহাই পেতে হলে একমাত্র রাস্তা প্রতিষেধক। কী এই Delta ?
Delta ভ্যারিয়েন্ট
ডেল্টা ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগের প্রজাতি’ আগেই তকমা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রায় ১০০ দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়েছে বলে জানিয়েছে WHO প্রধান। কেন্দ্রীয় সরকারের তথ্য জানাচ্ছে, করোনাভাইরাসের তিনটি প্রজাতি হল আলফা, বিটা ও ডেল্টা। এর মধ্যে আলফা স্ট্রেনের হদিশ মেলে আমেরিকায়। বিটা স্ট্রেন পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। B.1.617.2 অর্থাৎ Delta স্ট্রেন প্রথম পাওয়া যায় ভারতে। যা এগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর বলেই প্রমাণ মিলেছে।
Delta Plus ভ্যারিয়েন্ট
ডেল্টা থেকেই ভাইরাস রূপ বদলে তৈরি হয়েছে Delta Plus। ভারতের ডেল্টা প্রজাতি (বি.১.৬১৭.২) নিয়ে উদ্বিগ্ন বিশ্ব। কেননা, এই প্রজাতি অনেক বেশি সংক্রামক হতে পারে। অনেক দ্রুত আরও বেশি সংখ্যায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে গবেষণায়। SARS-CoV-2 করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এই ডেল্টা প্লাস B.1.617.2.1/(AY.1)। ডেল্টা স্ট্রেইনের (B.1.617.2 ভ্যারিয়েন্টের মিউটেশনে (Mutation) উদ্ভব হয়েছে এই ডেল্টা প্লাসের।
Kappa ভ্যারিয়েন্ট
বিশেষজ্ঞদের মতে, B.1.167.1-এর চরিত্র বদলে তৈরি হয়েছে কাপ্পা প্রজাতি। এটি একটি ডবল মিউট্যান্ট ভাইরাস। Delta ভ্যারিয়েন্টের সময়ই কাপ্পা ভ্যারিয়েন্টের হদিশ মেলে। ৪ এপ্রিল Delta ভ্যারিয়েন্টকে ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’ হিসেবে ঘোষণা করা হয়। জ্বর, মাথায় যন্ত্রণা, কাশি, মুখ শুকিয়ে যাওয়া, ঘ্রাণ শক্তি ও স্বাদ চলে যাওয়া। তবে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজিস্ট ডিকি বুডিম্যান বলেছেন, কাপ্পা ভ্যারিয়েন্টের প্রাথমিক উপসর্গ- গোটা শরীরে র্যাশ বেরোবে, এছাড়া জ্বর, কাশি, নাক দিয়ে জল পড়া এবং চোখ লাল হয়ে যাওয়া। ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার জন্য এই প্রজাতি বড় চিন্তার কারণ হতে পারে। দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতাকে শীঘ্রই কমিয়ে ফেলতে পারে এই প্রজাতি।
Lambda ভ্যারিয়েন্ট
করোনার Delta স্ট্রেনে গত কয়েক মাসে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। বিশ্বেও হাহাকার দেখা গিয়েছে এই স্ট্রেন নিয়ে। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে দাবি করা হয়, Delta থেকেও মারাত্মক ল্যামডা। পাশাপাশি এই স্ট্রেন ইতিমধ্যেই ৩০টি দেশে মিলেছে। গত ১৪ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রজাতিকে ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’ নাম দিয়েছে। মূলত এই প্রজাতিতে বর্তমানে আক্রান্ত হচ্ছেন ল্যাটিন আমেরিকার বাসিন্দারা। ব্রিটেনেও এর হদিশ মিলেছে।
B1.617.3 ভ্যারিয়েন্ট
ব্রিটেনের স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, এই প্রজাতি এখনও পর্যন্ত সবচেয়ে ক্ষতিকর হিসেবে চিহ্নিত। শরীরে প্রবেশ করলে ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দেয় মানুষকে। অনেকক্ষেত্রে ভ্যাকসিনও কার্যকরী না হওয়ার সম্ভাবনা। Delta প্লাসের অপর একটি প্রজাতি হিসেবেই ধরা হতে পারে এই স্ট্রেনকে। যদিও এখনও পর্যন্ত এই স্ট্রেন সেভাবে ছড়িয়ে পড়তে পারেনি বলেই জানা গিয়েছে। তবে আশঙ্কার বিষয়, ভারতে পাওয়া Delta প্লাস ভ্যারিয়েন্ট থেকেই এই প্রজাতির জন্ম হয়েছে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-11 09:58:07
Source link
Leave a Reply